পাক সরকার মুশাররফের দেশ ত্যাগে হাইকোর্টের রুল চ্যালেঞ্জ করল
পাক সরকার মুশাররফের দেশ ত্যাগে হাইকোর্টের রুল চ্যালেঞ্জ করল
জেনারেল পারভেজ মুশাররফ
পাকিস্তানের সাবেক সেনাশাসক জেনারেল পারভেজ মুশাররফের দেশ ত্যাগে বাধা নেই বলে সিন্ধু হাইকোর্টের দেয়া রুল চ্যালেঞ্জ করে রিট দায়ের করেছে দেশটির সরকার। পাক সরকারের পক্ষে অ্যাটর্নি জেনারেল সালমান আসলাম বাট সুপ্রমিকোর্টে আজ (শনিবার) এ রিট দায়ের করেন।
এর আগে, এক আবেদনের পরিপ্রেক্ষিতে জেনারেল মুশাররফকে দেশ ছাড়ার বিষয়ে নিষেধাজ্ঞা দিয়ে এক্সিট কন্ট্রোল লিস্টে তার নাম রাখার আদেশ দিয়েছিল হাইকোর্ট। কিন্তু গত বৃহস্পতিবার সিন্ধু হাইকোর্ট এ তালিকা থেকে মুশাররফের নাম বাদ দেয়ার কথা বলেছে। অবশ্য, মুশাররফকে দেশ ছাড়ার বিষয়ে দু সপ্তাহ অপেক্ষা করতে বলেছে আদালত।
তালিকা থেকে স্বৈরশাসক মুশাররফের নাম বাদ না দিয়ে বরং তার ওপর যেন ভ্রমণ নিষেধাজ্ঞা বহাল থাকে তার জন্য রিটে আদালতকে অনুরোধ করা হয়েছে।
অ্যাটর্নি জেনারেল বলেছেন, মুশাররফকে দেশত্যাগের সুযোগ দিয়ে কেন্দ্রীয় সরকার ঝুঁকি নিতে চায় না। মুশাররফের নামে দেশদ্রোহিতার মামলা রয়েছে এবং একবার দেশ ছাড়তে পারলে তিনি আর ফিরবেন না বলে ঝুঁকি রয়েছে। অথচ রাষ্ট্রদ্রোহিতার মামলায় তার মৃত্যুদণ্ড হতে পারে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন