মুবারক আমলের মন্ত্রী দুর্নীতির দায় থেকে মুক্তি পেল
মুবারক আমলের মন্ত্রী দুর্নীতির দায় থেকে মুক্তি পেল
মিশরের সাবেক স্বৈরশাসক হোসনি মুবারক আমলের এক মন্ত্রী দুর্নীতি ও প্রতারণার মামলা থেকে খালাস পেয়েছেন।
হাবিব আল-আদলি নামের এ মন্ত্রীর বিরুদ্ধে মানি লন্ডারিং এবং প্রতারণার মাধ্যমে অতিরিক্ত মুনাফা অর্জনের আরো কয়েকটি অভিযোগ ছিল।
মুবারক আমলে এক দশকেরও বেশি সময় নিরাপত্তা সার্ভিসের দায়িত্ব পালন করা হাবিব আদালতের রায়ে খালাস পেলেও তাকে আপাতত কারাগারেই থাকতে হচ্ছে।
২০১১ সালে মিশর বিপ্লবের সময় কয়েকশ’ মানুষ হত্যার জন্য তিনি এর আগে এক মামলায় যাবজ্জীবন সাজা পেয়েছেন। তবে, কৌশলগত কারণ দেখিয়ে এ অভিযোগও বাতিল করা হয়েছে।
মিশরের জনগণের একটা বিরাট অংশ মনে করেন- সাবেক সেনাপ্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল-সিসি ক্ষমতা দখল করার পর মুবারক আমলের মন্ত্রী ও ক্ষমতাধর ব্যক্তিরা বিশেষ সুবিধা পাচ্ছেন। এরই আওতায় হাবিব আদলিকে দুর্নীতির গুরুতর অভিযোগ থেকে মুক্তি দেয়া হয়েছে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন