জরুরিভিত্তিতে ইরাক-সিরিয়ায় মার্কিন বিমান হামলার পরিকল্পনা

জরুরিভিত্তিতে ইরাক-সিরিয়ায় মার্কিন বিমান হামলার পরিকল্পনা

hussain, mohammad, imam mahdi, সিফফিন, জামালের যুদ্ধ, নারওয়ানের যুদ্ধ, খলিফা, খেলাফত, ইমামত, আলী, সিদ্দীক, ফারুক, মোর্তযা, বদর, ওহদ, খন্দক, খায়বার, বণী Shia, Sunni, Islam, Quran, Karbala, najaf, kufa, mashad, samera, madina, makka, jannatul baqi, kazmain, ali, Fatima, hasan, সাকিফা, বণী সায়াদা, সাহাবী, হিজবুল্লাহ, ইসরাইল, ড্রোন, বিমান, হাসান নাসরুল্লাহ , লেবানন, ইরান,  চীন, মালয়েশিয়া,  স্যাটেলাইট, কুয়ালালামপুর, বেইজিং, ভিয়েতনাম, মার্কিন, গোয়েন্দা, ইরাক, সিরিয়া, মিশর, আল কায়েদা, তাকফিরী, ইখওয়ানুল মুসলেমিন, বাংলাদেশ, ভারত, জিহাদ, ফিলিস্তিন, ইহুদি, গাজা, শহীদ, জিহাদ, ক্ষেপণাস্ত্র, দূতাবাস, সৌদি আরব , কুয়েত, রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন, আমেরিকা, ভিয়েনা, পরমাণু, বাহারাইন, আফগানিস্থান, থাইল্যান্ড, হজরত ফাতিমা, মার্জিয়া, সিদ্দিকা, মোহাদ্দেসা, বাতুল, উম্মে আবিহা, যাহরা, মুবারেকা, যাকিয়া, তাহেরা, রাযিয়া, জিহাদুন নিকাহ, পোপ, পাদ্রি, বাইতুল মোকাদ্দাস, ওহাবী, সালাফি, মুফতি, ড্রোন, পাকিস্থান, এজিদ, মাবিয়া, আবু সুফিয়ান, আলী আকবর, হুসাইন, শাবান, আমল, শবে বরাত, রমজান,
মার্কিন যুদ্ধবিমান (ফাইল ফটো)
ইরাক ও সিরিয়ায় তৎপর তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী কথিত ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড দ্যা লিভ্যান্ট বা আইএসআইএল’র বিরুদ্ধে বিমান হামলার বিষয়টি জরুরিভিত্তিতে বিবেচনা করছে আমেরিকা। মার্কিন সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে ব্রিটেনের প্রভাবশালী পত্রিকা গার্ডিয়ান এ খবর দিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা বলেছেন, ইরাকে আইএসআইএল সন্ত্রাসীরা যে দ্রুতগতিতে বিভিন্ন শহর দখল করে রাজধানী বাগদাদের দিকে এগিয়ে যাচ্ছে তাদের সে অগ্রগতি ঠেকাতে হোয়াইট হাউজ জরুরিভিত্তিতে সামরিক অভিযানের বিষয়টি ভাবছে।

এ কর্মকর্তা জানান, ওবামা প্রশাসন বিমান বাহিনী অথবা নৌবাহিনীর যুদ্ধবিমান এবং ড্রোন ব্যবহার করে হামলা চালানোর সিদ্ধান্ত নিতে পারে। তবে, পাইলটচালিত বিমান হামলার বিষয়টি বেছে নেয়া হতে পারে বলে জানান তিনি।

এদিকে, মার্কিন সেনা সদরদপ্তর পেন্টাগনের এক কর্মকর্তা বলেছেন, আইএসআইএল সমস্ত সীমা পেরিয়ে গেছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন, তিনি বিশ্বাস করেন- মিত্রদের চ্যালেঞ্জ মোকাবেলায় আমেরিকা দ্রুতগতিতে এবং কার্যকর ব্যবস্থা নেবে।

অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ইরাক যুদ্ধে সেনা ফিরিয়ে আনার বিষয়টি নাকচ করে দিয়েছেন। হোয়াইট হাউজের সাউথ লনে তিনি শুক্রবার এ কথা বলেন। ওবামা জানান, সেনা পাঠানোর পরিবর্তে ইরাকের নিরাপত্তা বাহিনীকে সহযোগিতার জন্য তিনি তার জাতীয় নিরাপত্তা দলকে অন্য পথগুলো ভেবে দেখার কথা বলেছেন। আগামী কয়েকদিনের মধ্যে এসব ব্যবস্থা পর্যালোচনা করে দেখা হবে।
সূত্রঃ রেডিও তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন