কিয়েভের সামরিক পরিবহন বিমান ভূপাতিত: ৪৯ নিহত
কিয়েভের সামরিক পরিবহন বিমান ভূপাতিত: ৪৯ নিহত
সামরিক পরিবহন বিমান আইএল-৭৬ (ফাইল ছবি)
ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে বলেছে, লুগানেস্ক বিমানবন্দরে অস্ত্রধারীদের বিমান বিধ্বংসী ভারী মেশিনগানের গুলিতে কিয়েভের একটি সামরিক পরিবহন বিমান ভূপাতিত হয়ে ৯ ক্রু এবং ৪০ সেনা নিহত হয়েছে। ভূপাতিত হওয়ার সময় সাবেক সোভিয়েত ইউনিয়নের আমলে তৈরি সুপরিসর সামরিক পরিবহন বিমান আইএল-৭৬ সেনা, যন্ত্রপাতি এবং খাদ্যসামগ্রী বহন করছিল ।
চার ইঞ্জিনের আইএল-৭৬ বিমানে সাত জন ক্রু থাকে এবং এটি ১৬৭ জন সেনা এবং তাদের জন্য প্রয়োজনীয় অস্ত্র বহন করতে পারে।
গত মাসের গণভোটের জের ধরে দোনেস্ক এবং লুহানস্ক অঞ্চলের রুশপন্থি অস্ত্রধারীরা স্বাধীনতা ঘোষণা করার পর তাদের বিরুদ্ধে সেনা অভিযানে নেমেছে ইউক্রেন এবং এ অভিযানে এ পর্যন্ত শত শত যোদ্ধা ও বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। অবশ্য এর আগে কিয়েভ বাহিনী একদিনে এতো ব্যাপক ক্ষতির মুখে পড়ে নি।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন