রাশিয়ার রুশ ট্যাংক ও রকেট লাঞ্চার ঢুকেছে ইউক্রেনে
রাশিয়ার রুশ ট্যাংক ও রকেট লাঞ্চার ঢুকেছে ইউক্রেনে
টি-৬৪ ট্যাংক এবং বিএম-২১ বা গ্র্যান্ড মাল্টিপল রকেট লাঞ্চার (ফাইল ছবি)
মার্কিন পররাষ্ট্র দফতর অভিযোগ করেছে, রাশিয়ার ট্যাংক এবং রকেট লাঞ্চার ইউক্রেনে ঢুকেছে। একইসঙ্গে ক্রেমলিনের এ জাতীয় পদক্ষেপকে 'অগ্রহণযোগ্য' বলে অভিহিত করেছে ওয়াশিংটন।
মার্কিন পররাষ্ট্র দফতরের উপ মুখপাত্র মেরি হার্ফ সাংবাদিকদের কাছে এ সব কথা বলেছেন। তিনি বলেন, গত তিন দিনে তিনটি টি-৬৪ ট্যাংক এবং অনেক বিএম-২১ বা গ্র্যান্ড মাল্টিপল রকেট লাঞ্চারসহ অন্যান্য সামরিক যান রাশিয়া থেকে ইউক্রেনে ঢুকেছে। ক্রেমলিনের এ পদক্ষেপ অগ্রহণযোগ্য বলেও জানান তিনি।
আমেরিকা বলছে, শীতল যুদ্ধের আমলের এ সব ট্যাংক এখন রুশ সেনাবাহিনী ব্যবহার না করলেও ক্রেমলিনের অস্ত্র ভাণ্ডারে এখনো এগুলো মজুদ রয়েছে। অন্যদিকে ইউক্রেনের সেনাবাহিনী এখনো এ জাতীয় ট্যাংক ব্যবহার করে। ইউক্রেনের রুশপন্থি যোদ্ধাদের এ সব ট্যাংকের ব্যবহার শেখানো হয়েছে বলেও দাবি করেন মারি হারাফ।
এর আগে, ইউক্রেনের প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কো’র মুখপাত্র তার ফেইসবুক পাতায় সোভিয়েত ইউনিয়ন আমলের তিনটি ট্যাংক রাশিয়া থেকে ইউক্রেনের ভূখণ্ডে প্রবেশ করেছে দাবি করে বলেছেন, “পোরোশেঙ্কো পরিস্থিতিকে অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেছেন।”
অবশ্য, ইউক্রেনের এ দাবি অস্বীকার করেছে রাশিয়া।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন