মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোট ইরাকে হস্তক্ষেপ করবে না
মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোট ইরাকে হস্তক্ষেপ করবে না
আন্দ্রেস ফগ রাসমুসেন
মার্কিন নেতৃত্বাধীন ২৮ জাতির ন্যাটো জোট ইরাকের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না বলে ঘোষণা করেছে। ন্যাটোর মহাসচিব আন্দ্রেস ফগ রাসমুসেন এ খবর জানিয়ে বলেছেন, “ইরাকে ন্যাটোর কোনো ভূমিকা পালনের প্রয়োজন আছে বলে আমি মনে করি না। তবে আমরা অবশ্যই ঘনিষ্ঠভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এবং সহিংসতায় জড়িত সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানাচ্ছি।”
তাকফিরি বিদ্রোহীরা ইরাকের মসুল থেকে তুর্কি কনস্যুলেট কর্মীদের অপহরণ করার পর ন্যাটোর মহাসচিব এ ঘোষণা দিলেন। তুরস্ক ন্যাটোর সদস্য হলেও দেশটির নাগরিকদের উদ্ধারের জন্য হস্তক্ষেপ করবে না ন্যাটো। অবশ্য রাসমুসেন ওই অপহরণের ঘটনাকে ‘অপরাধী তৎপরতা’ হিসেবে উল্লেখ করে তাদেরকে মুক্তি দেয়ার জন্য তাকফিরি সন্ত্রাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন।
ন্যাটোর প্রধান বলেন, “ইরাকের চলমান সহিংসতার তীব্র নিন্দা জানাচ্ছি। আমি পণবন্দি আটকের ঘটনারও কঠোর নিন্দা জানাচ্ছি। পণবন্দিদের অবিলম্বে মুক্তি দেয়ারও দাবি জানাচ্ছি আমরা।”
আল-কায়েদার সঙ্গে জড়িত উগ্র তাকফিরি গোষ্ঠী আইএসআইএল গত ১১ জুন ইরাকের মসুল দখল করার পর তুর্কি কনস্যুলেটে হানা দিয়ে ৪৯ জনকে অপহরণ করে। তার একদিন আগে তারা ৩১ জন তুর্কি ট্রাক চালককে ধরে নিয়ে যায়। আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে সম্প্রতি ইরাকের উত্তরাঞ্চলের মসুল ও তিকরিত শহর একরকম বিনা প্রতিরোধে দখল করে তাকফিরি সন্ত্রাসীরা। এসব শহরে মোতায়েন ইরাকি সৈন্যরা কোনোরকম প্রতিরোধ ছাড়াই পালিয়ে যায়।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন