গোয়েন্দামন্ত্রীর তথ্য: ইরানে আল-কায়েদার ৩০ গুপ্তচর আটক
গোয়েন্দামন্ত্রীর তথ্য: ইরানে আল-কায়েদার ৩০ গুপ্তচর আটক
আল-কায়েদা সন্ত্রাসী (ফাইল ফটো)
ইসলামি প্রজাতন্ত্র ইরানের গোয়েন্দামন্ত্রী আলী খাজায়ি জানিয়েছেন, দেশের ভেতরে গত এক মাসে আল-কায়েদার অন্তত ৩০ গুপ্তচরকে আটক করা হয়েছে।
তিনি এতে সন্তুষ্টি প্রকাশ করে বলেছেন, যারা দেশের নিরাপত্তা বিনষ্ট করার চেষ্টা করেছে তাদের বিরুদ্ধে গোয়েন্দা মন্ত্রণালয় খুব ভালো পদক্ষেপ নিতে পেরেছে।
আলী খাজায়ি বলেন, ২০১১ সালের সেপ্টেম্বর মাসের হামলার পর থেকে ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় আল-কায়েদা সন্ত্রাসীগোষ্ঠীর তৎপরতার ওপর সার্বক্ষণিক নজর রেখে চলেছে। এ গোষ্ঠীটি ইরানের নিরাপত্তা বিনষ্ট করার জন্য সব ধরনের প্রচেষ্টা চালাচ্ছে। তবে, গোয়েন্দা মন্ত্রণালয়ের তৎপরতার কারণে আল-কায়েদা গোষ্ঠী তাদের বড় কোনো লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে।
ইরানের এ মন্ত্রী আরো বলেন, কথিত ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড দ্যা লিভ্যান্ট বা আইএসআইএল’র সন্ত্রাসী গোষ্ঠী ইরাকসহ মুসলিম দেশগুলোতে অপরাধ সংগঠিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এ কাজে আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইল সহযোগিতা দিচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন