ইরান ইরাকে সেনা মোতায়েনের খবর নাকচ করল
ইরান ইরাকে সেনা মোতায়েনের খবর নাকচ করল
ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি প্রতিবেশী ইরাকে সেনা মোতায়েনের খবর নাকচ করে দিয়েছেন। তবে, তাকফিরি গোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ে বাগদাদের অনুরোধে যেকোনো সহায়তা নিয়ে এগিয়ে যাওয়ার জন্য তেহরানের প্রস্তুতির কথা জানিয়েছেন তিনি।
ক্ষমতায় আসার প্রথম বার্ষিকী উপলক্ষে প্রেসিডেন্ট রুহানি রাজধানী তেহরানে এক সংবাদ সম্মেলনে বলেন, “ইরাকে ইরানি সেনা মোতায়েনের ইস্যুটি এখনো সেভাবে ওঠে নি।” বিশেষ কিছু ঘটনায় পরামর্শ দেয়া ছাড়া ইরান কোনো দেশে সামরিক অভিযানে অংশ নেবে না।
তিনি বলেন, “ইরাক যদি আমাদের কাছে কোনো সহায়তা চায় তাহলে তা পর্যালোচনা করে দেখব। অবশ্য, এ পর্যন্ত কোনো অনুরোধ আসে নি। আমরা যেকোনো সহায়তা দিতে প্রস্তুত রয়েছি তবে তা হবে ইরাকের জনগণের চাহিদা ও আন্তর্জাতিক আইনের আওতায়।”
ইরাকের চলমান সংকটে ইরান ও আমেরিকার মধ্যে সহযোগিতার খবর নাকচ করে দেন প্রেসিডেন্ট রুহানি। তিনি বলেন, “মার্কিনিরাও হয়তো এ ইস্যুতে সহায়তা করতে চায় তবে এ বিষয়ে এ পর্যন্ত আমি একটি শব্দও পাই নি।”
ইরান সীমান্তে তাকফিরি সন্ত্রাসীদের কোনো তৎপরতায় হুমকি মনে করলে তেহরান সব ধরনের উপায়ে নিশ্চিত জবাব দেবে বলেও তিনি উল্লেখ করেন।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন