রমজান মাসের ফযিলত
রমজান মাসের ফযিলত
শেখ সাদুক (রহ.) থেকে বর্ণিত ইমাম রেযা (আ.) তার পূর্বপুরুষ হজরত আলী (আ.) থেকে এবং তিনি রাসুল (সা.) থেকে শুনেছেন তিনি বলেছেনঃ হে আমার উম্মতেরা! সন্নিকটেই তোমাদের কাছে এমন এক মাস আসছে যে মাস হচ্ছে বরকত, রহমত এবং মাগফেরাতের মাস। মহান আল্লাহর কাছে উক্ত মাসটি হচ্ছে সবচেয়ে উত্তম মাস যার দিন হচ্ছে অন্যান্য দিনের তুলনায় উত্তম, তার রাতগুলো হচ্ছে অন্যান্য রাতের তুলনায় উত্তম, তার ঘন্টাগুলো হচ্ছে অন্যান্য ঘন্টার তুলনায় উত্তম এবং এ মাসে বান্দারা আল্লাহর মেহমান হয়, এ মাসে নিঃশ্বাস গ্রহণ করাও হচ্ছে সওয়াবের অন্তর্ভূক্ত, ঘুমালেও ইবাদতের সওয়াব দার করা হবে, এ মাসে তোমাদের আমল ও দোয়া সমূহকে কবুল করা হয় সুতরাং এ মাসে তোমার আল্লাহর কাছে চাও।
নতুন কমেন্ট যুক্ত করুন