মধ্যপ্রাচ্যজুড়ে সন্ত্রাস ছড়িয়ে দিয়েছে সুনির্দিষ্ট কিছু দেশ: ইরান
মধ্যপ্রাচ্যজুড়ে সন্ত্রাস ছড়িয়ে দিয়েছে সুনির্দিষ্ট কিছু দেশ: ইরান
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারজিয়ে আফখাম
ইরাকের উত্তরাঞ্চলে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে তেহরান বলেছে, সুনির্দিষ্ট কিছু দেশ বিদেশি মদদপুষ্ট বিদ্রোহীদের পৃষ্ঠপোষকতা দিয়ে গোটা মধ্যপ্রাচ্যে সন্ত্রাস ছড়িয়ে দিচ্ছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারজিয়ে আফখাম আজ (বুধবার) তেহরানে সাংবাদিকদের সাপ্তাহিক ব্রিফিংয়ে বলেন, “দুঃখজনকভাবে গত কয়েকদিনে আমরা ইরাকের বিভিন্ন স্থানে সন্ত্রাসী হামলা হতে দেখেছি। ইসলামি প্রজাতন্ত্র ইরান এর আগে বহুবার বলেছে, এক দেশে সন্ত্রাসবাদকে পৃষ্ঠপোষকতা দিলে তা ওই দেশ বা নির্দিষ্ট কোনো ভূখণ্ডে সীমাবদ্ধ থাকবে না বরং তা অন্যান্য দেশেও ছড়িয়ে পড়বে।”
দুঃখজনকভাবে মধ্যপ্রাচ্যেরই কোনো কোনো দেশ অর্থ ও অস্ত্র দিয়ে এসব সন্ত্রাসীকে সাহায্য করছে বলে তিনি উল্লেখ করেন। জাতীয় ঐক্য ও সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে ইরাক অচিরেই সন্ত্রাসবাদের মূলোৎপাটন করতে পারবে বলে আফখাম আশা প্রকাশ করেন। তিনি বলেন, তবে গোটা বিশ্বকে সন্ত্রাসমুক্ত করার জন্য সব দেশের সহযোগিতা প্রয়োজন।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন