বাংলাদেশে আইএসআইএলের জঙ্গিরা বাসা বেধেছে
বাংলাদেশে আইএসআইএলের জঙ্গিরা বাসা বেধেছে
টিভি শিয়া: বাংলাদেশে ধরা পড়েছে আইএসআইএলের জঙ্গি সদস্যরা। পাকিস্তান থেকে তাবলিগের নামে আসা বহু জঙ্গি বাংলাদেশেও জঙ্গি সংগঠন গড়ে তোলার জন্য আপ্রাণ চেষ্টা চলাচ্ছে। বাংলাদেশে শনিবার রাতে রাজধানীর ক্যান্টনমেন্ট থানার বারিধারা ডিওএইচএস নিজ বাড়িতে (২ নম্বর লেনের ২১১ নম্বর বাসা) গালীব তার সহযোগী আনসার উল্লাহ বাংলা টিমের ১০-১২ সদস্য গোপন বৈঠকে মিলিত হয়। মধ্যপ্রাচ্যের আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আইএসআইএলের জন্য সদস্য সংগ্রহ এবং কর্মপরিকল্পনা নির্ধারণই ছিল ওই বৈঠকের মূল উদ্দেশ্য। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বারিধারার ওই বাসা থেকে গালীবকে গ্রেফতার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে যায়। অভিযানের সময় গালীবের বাসা থেকে একটি পাসপোর্ট, চারটি হার্ডডিক্স, দুটি পোর্টেবল হার্ডডিক্স, ১০টি সিডি, ১০টি সিডির কভার, ক্রিম কালারের মেইড ইন পাকিস্তান লেখা এতটি টুপি, একটি সিপিইউ, বিভিন্ন লেখকের ৪৩টি ইসলামী জিহাদী বই ও মইনুল ইসলামের মাসিক তিনটি পত্রিকা উদ্ধার করা হয়।
গ্রেফতার হওয়া গালীব জুনুদ আল তাওহীদ অল খিলাফাহ নামের সশস্ত্র জঙ্গি সংগঠনের প্রধান বলে দাবি করেছে। তার এ সংগঠনে বর্তমানে ২০ সদস্য রয়েছে। গালীব গোপনে অর্থ ও কর্মী সংগ্রহ করে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের টার্গেট করে হত্যাসহ প্রভৃতি জিহাদি কর্মকাণ্ডের মাধ্যমে খিলাফত প্রতিষ্ঠার উদ্দেশ্যে সহ-সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করে। গণতান্ত্রিক সরকার ব্যবস্থা উৎখাতের মাধ্যমে আইএসআইএলের নির্দেশিত খিলাফত ও জুনুদ আল তাওহীদ ওয়াল খিলাফাহ প্রতিষ্ঠার জন্য সে তার সহযোগীদের নিয়ে ইন্টারনেটে বিভিন্ন তথ্য প্রচার করে।
নতুন কমেন্ট যুক্ত করুন