পরমাণু অস্ত্র শতভাগ মানবতা বিরোধী
পরমাণু অস্ত্র শতভাগ মানবতা বিরোধী
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ি বলেছেন, পরমাণু অস্ত্র শতভাগ মানবতাবিরোধী। আজ (সোমবার) রাজধানী তেহরানে শিক্ষা, সংস্কৃতি ও গবেষণা জগতের শীর্ষ পর্যায়ের ব্যক্তিত্বদেরকে দেয়া সাক্ষাতে তিনি এ কথা বলেন।
সর্বোচ্চ নেতা বলেন, মানুষের গুরুত্বপূর্ণ ও জটিল বৈজ্ঞানিক অর্জনের অন্যতম হচ্ছে পরমাণু প্রযুক্তি। ব্যাপক অবদানের পাশাপাশি এই বিজ্ঞানই ধ্বংসাত্মক পরমাণু অস্ত্র তৈরির ক্ষেত্র তৈরি করেছে এবং এই অস্ত্র পুরোপুরি মানবতাবিরোধী। তিনি বলেন, বৈজ্ঞানিক ক্ষেত্রে উন্নয়নের মাধ্যমে ইরান এখন সবচেয়ে জটিল ও আধুনিক কিছু প্রযুক্তির অধিকারী হয়েছে।
আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ি বলেন, "আমাদেরকে বৈজ্ঞানিক ক্ষেত্রে এমন নতুন কিছু উদ্ভাবনের চেষ্টা করতে হবে,যা এখন পর্যন্ত কারো মাধ্যমেই সম্ভব হয়নি এবং তা মানব জাতির জন্যও ধ্বংসাত্মক কোনো ফল বয়ে আনবে না। তিনি বলেন, নতুন নতুন বৈজ্ঞানিক উদ্ভাবনের ফলে যাতে মানবীয় মূল্যবোধ ভিত্তিক জীবন ব্যবস্থার উন্নয়ন ঘটে, সে চেষ্টা চালাতে হবে।"
সূত্রঃ তেহরান রেডিও
নতুন কমেন্ট যুক্ত করুন