গুয়ান্তানামো কারাগার থেকে মুক্ত তালেবান কমান্ডারদেরকে হত্যা করা হতে পারে: কেরি
গুয়ান্তানামো কারাগার থেকে মুক্ত তালেবান কমান্ডারদেরকে হত্যা করা হতে পারে: কেরি
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি
আমেরিকার কুখ্যাত গুয়ান্তানামো কারাগার থেকে মুক্তি পাওয়া আফগান তালেবানের পাঁচ কমান্ডারকে হত্যার ইঙ্গিত দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। আমেরিকা থেকে মুক্ত হয়ে বর্তমানে এসব তালেবান কমান্ডার কাতারের একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
কেরি বলেছেন, আমেরিকা মুক্ত তালেবান কমান্ডারকে লক্ষ্যবস্তুতে পরিণত করতে এবং ড্রোন হামলার মাধ্যমে হত্যা করতে পারে।
এর আগে, গতকাল (রোববার) কেরি বলেছিলেন, তালেবানের পাঁচ কমান্ডার আফগানিস্তানে ফিরে আবার যুদ্ধক্ষেত্রে যোগ দিতে পারেন। তবে, কারো সন্দেহ থাকার কথা নয় যে, আমেরিকার নাগরিকদের রক্ষার ক্ষমতা মার্কিন সরকারের আছে। সে কারণে এসব ব্যক্তির আবার যুদ্ধ শুরুর বিষয়টি হবে তাদের জন্য মারাত্মক ঝুঁকি। পাকিস্তানের পশ্চিমাঞ্চল ও আফগানিস্তানে আমেরিকা তার সক্ষমতা দেখিয়েছে বলেও উল্লেখ করেন কেরি। এ বক্তব্যের মাঝদিয়ে তিনি মূলত ড্রোন হামলার দিকে ইঙ্গিত করেছেন বলে মনে করা হচ্ছে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন