আব্দুল্লাহ গুল ও হাসান রূহানীর মধ্যে সমঝোতা
আব্দুল্লাহ গুল ও হাসান রূহানীর মধ্যে সমঝোতা
হাসান রুহানি (বায়ে) ও আব্দুল্লাহ গুল (ডানে)
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি আজ (সোমবার) থেকে দুই দিনের তুরস্ক সফর শুরু করেছেন। এরইমধ্যে তুর্কি প্রেসিডেন্ট আব্দুল্লাহ গুলের সঙ্গে তাঁর বৈঠক হয়েছে।
দুই নেতাই আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন এবং দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের কথা বলেছেন। এরপর তাদের উপস্থিতিতে দুই দেশের পদস্থ কর্মকর্তারা ১০টি সমঝোতা স্মারকে (এমওইউ) সই করেন। শিক্ষা, সংস্কৃতি, পর্যটন ও অর্থনৈতিক ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়ানোর বিষয়ে এসব স্মারকে সই করেন তারা।
সমঝোতা স্মারক সই হওয়ার পর এক যৌথ সংবাদ সম্মেলনে তুর্কি প্রেসিডেন্ট আব্দুল্লাহ গুল বলেন, আমরা বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে আগ্রহী। আঙ্কারা দুই দেশের মধ্যে বার্ষিক লেনদেনের পরিমাণ তিন হাজার কোটি ডলারে উন্নীত করতে চায় বলে তিনি জানান। আব্দুল্লাহ গুল আরও বলেন, ইরান ও তুরস্কের মধ্যে সম্পর্ক আরও জোরদার হলে কেবল এ দু’টি দেশই লাভবান হবে না বরং গোটা মধ্যপ্রাচ্যেই শান্তি প্রতিষ্ঠার পথ সুগম হবে। এ সময় ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, যেসব চুক্তি সই হতে যাচ্ছে, তাতে দুই দেশের মধ্যে লেনদেনের পরিমাণ তিন হাজার কোটি ডলারে পৌঁছাবে।
সূত্রঃ তেহরান রেডিও
নতুন কমেন্ট যুক্ত করুন