কারবালাতে হজরত আলী আকবর (আ.) এর বয়স কত ছিল?
কারবালাতে হজরত আলী আকবর (আ.) এর বয়স কত ছিল?
এস, এ, এ
মরহুম মোকারারম লিখেছেন হজরত আলী আকবর (আ.) ১১ই শাবান ৩৩ হিজরী হজরত উসমানের হত্যার দুই বছর পূর্বে মদীনাতে জন্মগ্রহণ করেন। ইবনে ইদ্রিস তার সারায়ের নামক গ্রন্থে উল্লেখ করেছেন যে হজরত আলী আকবর (আ.) হজরত উসমান হত্যার দুই বছর পূর্বে জন্মগ্রহণ করেন।
সুতরাং কারবালার যুদ্ধের সময় তাঁর বয়স ছিল ২৭ বছর। ঐতিহাসিকগণ এবং বংশপরিচয় বিশেষজ্ঞদের মতে হজরত আলী আকবর (আ.) ইমাম সাজ্জাদ (আ.) থেকে বয়সে বড় ছিলেন এবং আশুরার দিন ইমাম সাজ্জাদ (আ.) এর বয়স ছিল ২৩ বছর। (যিন্দেগানী ক্বামারে বাণী হাশিম ওয়া আলী আকবর, মোকাররাম, পৃষ্ঠা ১২)
ইবনে শাহর আশুব এর মতে হজরত আলী আকবর (আ.) এর বয়স ছিল ১৮ বছর বা ২৫ বছর বয়স ছিল।(মানাকেব ইবনে শাহর আশুব, খন্ড ৪, পৃষ্ঠা ১০৯)
মোহাদ্দেস কুম্মী (রহ.)এর বলেছেন হজরত আলী আকবর (আ.) এর বয়স নিয়ে বিভিন্ন মতামত রয়েছে ইবনে শাহর আশুব এবং মোহাম্মাদ বিন আবু তালিব এর মতে তাঁর বয়স ছিল ১৮ বছর, শেইখ মুফিদ (রহ.) এর মতে তাঁর বয়স ছিল ১৯ বছর। (আল ইরশাদ, খন্ড ২, পৃষ্ঠা ১০৯)
অতএব হজরত জয়নুল আবেদীন (আ.) ছিলেন হজরত আলী আকবর (আ.) এর চেয়ে বয়সে ছোট।
আবার অনেকের মতে তাঁর বয়স ছিল ২৫ বছর সুতরাং হজরত আলী আকবর (আ.) ছিলেন ইমাম সাজ্জাদ (আ.) এর চেয়ে বয়সে বড়।
শেইখ আজাল বিন ইদ্রিস কিতাবুল হাজ নামক গ্রন্থে উল্লেখ করেছেনহজরত আলী আকবর (আ.) ছিলেন বয়সে বড়। তিনি হজরত উসমানের যুগে জন্মগ্রহণ করেন। হজরত আলী (আ.) রেওয়ায়েত বর্ণনা করেছেন এবং তাঁর প্রশংসা করেছেন এবং তার সম্পর্কে কবিতা পাঠ করেছেন।
যারা হজরত আলী আকবর (আ.) কে বয়সে ছোট বলে দাবী করে ইবনে ইদরিস তাদের উদ্দেশ্যে করে বলেছেন তারা যেন যুবাইর বিন বুকার যিনি ছিলেন বংশপরিচয় বিশেষজ্ঞ তাদের পুস্তক অধ্যায়নের জন্য আহবান জানিয়েছেন। কেননা উক্ত ব্যাক্তিদের পুস্তক অধ্যায়নের ফলে হজরত আলী আকবর (আ.) এর বয়স তার কাছে সুস্পষ্ট হয়ে যাবে।
মরহুম মোল্লা হাশেম লিখেছেন হজরত আলী আকবর (আ.) এর বয়স ছিল ২৫ বছর এবং তিনি ইমাম জয়নুল আবেদীন (আ.) থেকে দুই বছরের বড় ছিলেন। এছাড়াও অধিকাংশ ঐতিহাসিকগণ লিখেছেন যে হজরত আলী আকবর (আ.) ইমাম সাজ্জাদ (আ.) থেকে বয়সে বড় ছিলেন। ((যিন্দেগানী ক্বামারে বাণী হাশিম ওয়া আলী আকবর, মোকাররাম, পৃষ্ঠা ৩৫৬)
নতুন কমেন্ট যুক্ত করুন