‘পাক প্রতিরক্ষা মন্ত্রণালয় জিও'র শাস্তি বাড়ানোর দাবিতে আপিল করবে’
‘পাক প্রতিরক্ষা মন্ত্রণালয় জিও'র শাস্তি বাড়ানোর দাবিতে আপিল করবে’
পাক প্রতিরক্ষামন্ত্রী খাজা আরিফ
পাকিস্তানের ইলেক্ট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি-‘পেমরা’ দেশটির সংবাদভিত্তিক টিভি চ্যানেল ‘জিও'র বিরুদ্ধে যে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে তাতে সন্তুষ্ট হয় নি দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। ‘জিও'র শাস্তি আরো বাড়ানোর জন্য এ সংক্রান্ত উচ্চতর পর্যায়ে পাক প্রতিরক্ষা মন্ত্রণালয় আপিল করবে বলে সরকারি বিবৃতিতে জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী খাজা আরিফ। টিভি চ্যানেলটির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার পর এই প্রথম আনুষ্ঠানিক প্রতিক্রিয়া ব্যক্ত করলেন তিনি।
‘পেমরা’ এর আগে দেশটির সংবাদভিত্তিক টিভি চ্যানেল জিও'র লাইসেন্স ১৫ দিনের জন্য স্থগিত করেছে এবং এক কোটি রুপি জরিমানা করেছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে এ শাস্তির ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন পেমরা’র মুখপাত্র। জরিমানা পরিশোধ না করা পর্যন্ত স্থগিতাদেশ বহাল থাকবে উল্লেখ করে আরো বলা হয়েছে দেশটির সম্প্রচার নীতিমালা লঙ্ঘন অব্যাহত থাকলে ‘জিও’র লাইসেন্স পুরোপুরি বাতিল করা হবে।
কিছু দিন আগে জিও টিভির নির্বাহী সম্পাদক ও জনপ্রিয় উপস্থাপক হামিদ মীরের ওপর হামলা হয়। এ হামলায় পেছনে পাকিস্তানের সেনা গোয়েন্দা সংস্থা আইএসআই'র হাত রয়েছে বলে প্রতিবেদন প্রচারের পর টিভি চ্যানেলটির বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী তৎপরতার অভিযোগ আনা হয়েছিল।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন