ওবামা ও পুতিনের গোপন বৈঠক

ওবামা ও পুতিনের গোপন বৈঠক

hussain, mohammad, imam mahdi, সিফফিন, জামালের যুদ্ধ, নারওয়ানের যুদ্ধ, খলিফা, খেলাফত, ইমামত, আলী, সিদ্দীক, ফারুক, মোর্তযা, বদর, ওহদ, খন্দক, খায়বার, বণী Shia, Sunni, Islam, Quran, Karbala, najaf, kufa, mashad, samera, madina, makka, jannatul baqi, kazmain, ali, Fatima, hasan, সাকিফা, বণী সায়াদা, সাহাবী, হিজবুল্লাহ, ইসরাইল, ড্রোন, বিমান, হাসান নাসরুল্লাহ , লেবানন, ইরান,  চীন, মালয়েশিয়া,  স্যাটেলাইট, কুয়ালালামপুর, বেইজিং, ভিয়েতনাম, মার্কিন, গোয়েন্দা, ইরাক, সিরিয়া, মিশর, আল কায়েদা, তাকফিরী, ইখওয়ানুল মুসলেমিন, বাংলাদেশ, ভারত, জিহাদ, ফিলিস্তিন, ইহুদি, গাজা, শহীদ, জিহাদ, ক্ষেপণাস্ত্র, দূতাবাস, সৌদি আরব , কুয়েত, রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন, আমেরিকা, ভিয়েনা, পরমাণু, বাহারাইন, আফগানিস্থান, থাইল্যান্ড, হজরত ফাতিমা, মার্জিয়া, সিদ্দিকা, মোহাদ্দেসা, বাতুল, উম্মে আবিহা, যাহরা, মুবারেকা, যাকিয়া, তাহেরা, রাযিয়া, জিহাদুন নিকাহ, পোপ, পাদ্রি, বাইতুল মোকাদ্দাস, ওহাবী, সালাফি, মুফতি, ড্রোন, পাকিস্থান, এজিদ, মাবিয়া, আবু সুফিয়ান, আলী আকবর, হুসাইন,
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে গোপন বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ডি-ডে উপলক্ষে ফ্রান্স সফরের সময় তাদের মধ্যে এ বৈঠক হয়েছে বলে শুক্রবার হোয়াইট হাউজের কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

হোয়াইট হাউজের কর্মকর্তারা জানান, যদিও দু নেতা ফটো সেশনে একে অপরকে এড়িয়ে গেছেন তারপরও দুপুরের ভোজের সময় তারা ১০ থেকে ১৫ মিনিট কথা বলেছেন।

ইউক্রেনের চলমান পরিস্থিতিতে রাশিয়া ও আমেরিকা যখন প্রবল ঝগড়া-বিবাদে জড়িয়ে পড়েছে তখন এ আলোচনার খবর বের হলো।

ওবামার সহকারী বেন রোডস জানান, নেতাদের দুপুরের ভোজ সভার ফাঁকে ওবামা এবং পুতিন আলাপ করেন। তবে এটা আনুষ্ঠানিক নয় বরং অনানুষ্ঠানিক বৈঠক ছিল বলে রোডস জানান।

নতুন একটি ভিডিও’র কথা উল্লেখ করে লন্ডনের ডেইলি মেইল পত্রিকা জানিয়েছে, সিরিয়াস আলোচনায় যাওয়ার আগে দু নেতাকে হাসতে দেখা গেছে।

বেন রোডস জানান, প্রেসিডেন্ট ওবামা আলাপের সময় পুতিনকে বলেছেন, মস্কোর ওপর থেকে নিষেধাজ্ঞা সরাতে হলে তাকে অবশ্যই ইউক্রেনের নতুন প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কোকে স্বীকৃতি দিতে হবে। এছাড়া, ইউক্রেনের পূর্বাঞ্চলে লড়াইরত রুশপন্থি গেরিলাদের প্রতি সমর্থন দেয়া ও অস্ত্র এবং অর্থ সহায়তা বন্ধ করতে হবে বলেও ওবামা জানিয়েছেন। তিনি বলেন, রাশিয়া এসব পদক্ষেপ নিতে ব্যর্থ হলে তারা আন্তর্জাতিক সমাজ থেকে আরো বিচ্ছিন্ন হয়ে পড়বে।

এদিকে, পুতিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ বলেছেন, দু নেতা ইউক্রেনে যুদ্ধবিরতির প্রয়োজনীয়তা নিয়ে মতবিনিময় করেছেন। এ সময় তারা গুরুত্ব দিয়ে বলেছেন, যত তাড়াতাড়ি সম্ভব ইউক্রেনে সহিংসতা ও লড়াই বন্ধ হওয়া জরুরি।
সূত্রঃ রেডিও তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন