জাপানে বোমা বানানোর প্লাটুনিয়াম নিখোঁজ

জাপানে বোমা বানানোর প্লাটুনিয়াম নিখোঁজ

hussain, mohammad, imam mahdi, সিফফিন, জামালের যুদ্ধ, নারওয়ানের যুদ্ধ, খলিফা, খেলাফত, ইমামত, আলী, সিদ্দীক, ফারুক, মোর্তযা, বদর, ওহদ, খন্দক, খায়বার, বণী Shia, Sunni, Islam, Quran, Karbala, najaf, kufa, mashad, samera, madina, makka, jannatul baqi, kazmain, ali, Fatima, hasan, সাকিফা, বণী সায়াদা, সাহাবী, হিজবুল্লাহ, ইসরাইল, ড্রোন, বিমান, হাসান নাসরুল্লাহ , লেবানন, ইরান,  চীন, মালয়েশিয়া,  স্যাটেলাইট, কুয়ালালামপুর, বেইজিং, ভিয়েতনাম, মার্কিন, গোয়েন্দা, ইরাক, সিরিয়া, মিশর, আল কায়েদা, তাকফিরী, ইখওয়ানুল মুসলেমিন, বাংলাদেশ, ভারত, জিহাদ, ফিলিস্তিন, ইহুদি, গাজা, শহীদ, জিহাদ, ক্ষেপণাস্ত্র, দূতাবাস, সৌদি আরব , কুয়েত, রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন, আমেরিকা, ভিয়েনা, পরমাণু, বাহারাইন, আফগানিস্থান, থাইল্যান্ড, হজরত ফাতিমা, মার্জিয়া, সিদ্দিকা, মোহাদ্দেসা, বাতুল, উম্মে আবিহা, যাহরা, মুবারেকা, যাকিয়া, তাহেরা, রাযিয়া, জিহাদুন নিকাহ, পোপ, পাদ্রি, বাইতুল মোকাদ্দাস, ওহাবী, সালাফি, মুফতি, ড্রোন, পাকিস্থান, এজিদ, মাবিয়া, আবু সুফিয়ান, আলী আকবর, হুসাইন,
জাপানের পরমাণু স্থাপনা
অব্যবহৃত ৬৪০ কেজি প্লুটোনিয়ামের হিসাব দিতে ব্যর্থ হয়েছে জাপান। ২০১২-২০১৩ সালে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএএইএ’র কাছে দেয়া হিসাবে এ গরমিল দেখা গেছে।

জাপান আণবিক শক্তি কমিশনের এক কর্মকর্তা শনিবার বলেছেন, এ ৬৪০ কেজি প্লুটোনিয়াম একটি বন্ধ পরমাণু চুল্লিতে স্থাপন করা হয়েছিল।

২০১১ সালে পরীক্ষার জন্য প্লুটোনিয়াম-ইউরেনিয়াম মিশ্রিত অক্সাইড বা এমওএক্স নামের এ জ্বালানি কিয়ুশু ইলেক্ট্রনিক পাওয়ার কোম্পানির জেন কাই পরমাণু বিদ্যুৎ স্থাপনার তিন নম্বর চুল্লিতে বসানো হয়েছিল। কিন্তু ফুকুশিমা দুর্ঘটনার দু বছর পর এমওএক্স বের করে আনা হয়।

২০১২ সালে জাপান তার বার্ষিক প্রতিবেদনে আইএইএ-কে জানিয়েছে যে, দেশের বিভিন্ন পরমাণু স্থাপনায় অব্যবহৃত ১.৬ টন প্লুটোনিয়াম আছে। কিন্তু ২০১১ সালে প্লুটোনিয়াম ছিল ২.২ টন আর ২০১৩ সালে এ পরিমাণ উল্লেখ করা হয়েছে ১.৬ টন।

নিখোঁজ প্লুটোনিয়ামের খবর প্রথম প্রকাশ করেছে জাপানের কাকুজোহো নামের একটি ওয়েবসাইট।

এদিকে, কোনো কোনো সূত্রে দাবি করা হচ্ছে- নিখোঁজ প্লুটোনিয়াম দিয়ে প্রায় ৮০টি শক্তিশালী পরমাণু বোমা বানানো সম্ভব।
সূত্রঃ রেডিও তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন