রুশপন্থিরা ইউক্রেনের বিমান ভূপাতিত করল
রুশপন্থিরা ইউক্রেনের বিমান ভূপাতিত করল
ফাইল ফটো
ইউক্রেনের একটি সামরিক বিমান গুলি করে ভূপাতিত করেছে রুশপন্থি গেরিলারা। পূর্বাঞ্চলীয় শহর স্লাভিয়ানস্কে যখন ইউক্রেনের সেনাবাহিনীর অভিযান চলছে তখন নতুন করে বিমান ভূপাতিতের ঘটনা ঘটল।
স্লাভিয়ানস্ক শহরের মেয়র জানিয়েছেন, এটি ছিল একটি আন্তোনভ এএন-৩০ গোয়েন্দা বিমান। তবে ইউক্রেন সরকার দাবি করেছে, বিমানটিতে মানবিক সহায়তা নেয়া হচ্ছিল।
এদিকে, গতকাল স্লাভিয়ানস্ক শহরে এক মর্টার হামলায় ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্ত বিশেষ বাহিনীর এক কর্মকর্তা নিহত ও দু জন আহত হয়েছেন। শহরটিতে মারাত্মক রকমের মানবিক বিপর্যয় দেখা দিয়েছে এবং সেখানকার জনগণের জন্য জরুরিভিত্তিতে ত্রাণ সহায়তা প্রয়োজন বলে জানিয়েছেন দোনেতস্ক প্রদেশের প্রধানমন্ত্রী আলেকজান্ডার বোরোদাই। প্রদেশটি গণভোটের মাধ্যমে ইউক্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেনের সেনাবাহিনী স্লাভিয়ানস্ক শহরের বসতবাড়ি, স্কুল, দাতব্য প্রতিষ্ঠান এমনকি এতিমখানাগুলোতেও বিমান হামলা চালিয়েছে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন