কানাডায় বন্দুকধারীর গুলিতে ৩ পুলিশ নিহত
কানাডায় বন্দুকধারীর গুলিতে ৩ পুলিশ নিহত
টুইটারে দেয়া জাস্টিন বোরকিউ'র ছবি
কানাডার নিউ বার্ন্সউইকের মনকটন শহরে এক বন্দুকধারীর গুলিতে তিন পুলিশ নিহত এবং দুই জন আহত হয়েছে।
২৪ বছর বয়সি বন্দুকধারী জাস্টিন বোরকিউ এখনো পলাতক রয়েছে এবং তাকে গ্রেফতারের জন্য ব্যাপক তল্লাসি অভিযান শুরু করেছে পুলিশ। কানাডার পুলিশ ক্যামোফ্লেজ পোশাক গায়ে রাইফেল হাতে বোরকিউর ছবি টুইটারে প্রচার করেছে।
পুলিশের টুইটার বার্তায় বোরকিউকে সশস্ত্র এবং বিপদজনক হিসেবে উল্লেখ করে শহরবাসীকে দরজা আটকে ঘরের ভেতর থাকার অনুরোধ জানানো হয়েছে। দ্যা রয়েল কানাডীয় মাউনটেড পুলিশ (আরসিএমপি) বুধবার স্থানীয় সময় রাত ১০টার দিকে পাঠানো টু্ইটার বার্তায় এ খবর দিয়েছ।প্রত্যক্ষদর্শীরা বলেছেন, স্থানীয় সময় রাত ৮টার দিকে প্রথম গুলির শব্দ পাওয়া যায় এবং এর দু’ঘণ্টা পর আরো গুলির শব্দ শুনেছেন তারা। কানাডার শান্ত এবং ছোট্ট শহর মনকটনের লোকসংখ্যা আনুমানিক এক লাখ এবং এটি সেন্ট জন থেকে ১৫০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত।
নতুন কমেন্ট যুক্ত করুন