ইয়েমেনে আল-কায়েদা ১২ সৈন্য ও ১ বেসামরিক ব্যক্তিকে হত্যা করেছে
ইয়েমেনে আল-কায়েদা ১২ সৈন্য ও ১ বেসামরিক ব্যক্তিকে হত্যা করেছে
ইয়েমেনের আল-কায়েদা জঙ্গি (ফাইল ছবি)
ইয়েমেনের ১২ জন সৈন্য ও একজন বেসামরিক ব্যক্তিকে হত্যা করেছে আল-কায়েদার সন্ত্রাসীরা।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা জানিয়েছেন, আজ (বৃহস্পতিবার) দেশটির দক্ষিণাঞ্চলীয় সাবওয়া প্রদেশের বাইহান গ্রামে এক অতর্কিত হামলা চালিয়ে এ হত্যাকাণ্ড ঘটায় সন্ত্রাসীরা।
আজ সকালে বাইহান গ্রামের প্রবেশের মুখে একটি সেনা চেকপয়েন্টে স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে হামলা চালায় আল-কায়েদার জঙ্গিরা। এতে অপর বেশ কয়েকজন সৈন্য আহত হয়।
ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় সাবওয়া ও আবিয়ান প্রদেশ থেকে আল-কায়েদার জঙ্গিদের হঠাতে গত এপ্রিল মাস থেকে সেনাবাহিনী নতুন করে অভিযান শুরু করেছে। ২০১২ সালে একবার সেনা অভিযানের মুখে এ দু’টি প্রদেশ সন্ত্রাসীমুক্ত হয়েছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে সেখানে আবার আল-কায়েদার আনাগোনা বেড়ে গেছে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন