সন্তানহারা বাবা এফআইআর দায়েরের অনুমতি পেলেন
সন্তানহারা বাবা এফআইআর দায়েরের অনুমতি পেলেন
ইসলামাবাদ হাইকোর্ট
পাকিস্তানের ইসলামাবাদ হাইকোর্ট মার্কিন গোয়েন্দা সংস্থা সিআই’র সাবেক স্টেশন চিফ জনাথন বেংকস’র বিরুদ্ধে এফআইআর নেয়ার নির্দেশ জারি করেছে। ছেলে ও ভাই হত্যার অভিযোগে সিআইএ’র কর্মকর্তার বিরুদ্ধে এফআইআর দায়েরের এ আবেদন করেছিলেন উত্তর ওয়াজিরিস্তানের অধিবাসী আব্দুল কারিম খান। তার এ আবেদনের ওপর শুনানি শেষে বিচারক শওকত আজিজ সিদ্দিকি এফআইআর নেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন।
শুনানির সময় আবেদনকারী আব্দুল কারিম খান বলেন, ড্রোন হামলায় তার আত্মীয়-স্বজনসহ বহু নিরপরাধ মানুষ প্রাণ হারিয়েছে। যে ড্রোন হামলায় তার ছেলে ও ভাই নিহত হয়েছিলেন, তা চালানো হয়েছিল সিআইএ’র সাবেক স্টেশন চিফ জনাথন বেংকস’র নির্দেশে। এর আগে আব্দুল কারিম খান এফআইআর দায়ের করতে গেলে পুলিশ তা নিতে অস্বীকার করে। এরপরই তিনি আদালতের শরণাপন্ন হন।
পাকিস্তানে উপজাতি অধ্যুষ্যিত অঞ্চলে ড্রোন হামলায় এ পর্যন্ত বহু বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। তবে এসব হামলায় নিহতদের বেশিরভাগই সন্ত্রাসী বলে আমেরিকা দাবি করে আসছে।
সূত্রঃ তেহরান রেডিও
নতুন কমেন্ট যুক্ত করুন