ইসলামি ইরান: সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে গণতন্ত্রের বিজয় হয়েছে
ইসলামি ইরান: সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে গণতন্ত্রের বিজয় হয়েছে
মঙ্গলবারের নির্বাচনে ভোট কেন্দ্রগুলোতে ছিল ভোটারদের উপচে পড়া ভিড়
ইসলামি প্রজাতন্ত্র ইরান বলেছে, সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল ভোটার উপস্থিতিতে গণতন্ত্রের বিজয় হয়েছে।
ইরানের আরব ও আফ্রিকা বিষয়ক উপ পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, “সিরিয়ার গণতন্ত্র ও দেশটির জনগণের পছন্দের প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে।” তিনি বলেন, বিদেশি পর্যবেক্ষকরা সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে ভোটার উপস্থিতি দেখে বিস্মিত হয়েছেন।
ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ভাষায়, “সিরিয়ায় তৎপর সন্ত্রাসীদের যারা পৃষ্ঠপোষকতা দিয়েছে তাদের উচিত দেশটির জনগণের পক্ষ থেকে ঘোষিত বার্তা উপলব্ধি করা। ভোট কেন্দ্রগুলোতে ব্যাপকভাবে উপস্থিত হয়ে সিরিয়ার জনগণ তাদের দেশে তৎপর সন্ত্রাসীদের সমর্থন দেয়া বন্ধ করার জন্য পাশ্চাত্য ও তাদের আঞ্চলিক মিত্র দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে।”
এ নির্বাচনের পর সিরিয়ার রাজনৈতিক প্রক্রিয়ায় দেশটির সবগুলো দল ও সংগঠন পূর্ণ মাত্রায় অংশগ্রহণ করবে বলেও ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন