সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে বাশার আল-আসাদ বিজয়ী
সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে বাশার আল-আসাদ বিজয়ী
সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে বাশার আল-আসাদ বিপুল ভোটে বিজয়ী হয়েছেন।
বুধবার শেষ বেলায় সিরিয়ার পার্লামেন্ট স্পিকার জিহাদ আল-লাহাম এ ঘোষণা দিয়ে বলেছেন, মঙ্গলবার অনুষ্ঠিত ভোটাভুটিতে শতকরা ৮৮.৭ ভাগ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন প্রেসিডেন্ট আসাদ। মঙ্গলবার এক কোটি ১৬ লাখ ৩৪ হাজার ৪১২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন এবং এরমধ্যে প্রেসিডেন্ট আসাদ পান এক কোটি তিন লাখ ১৯ হাজার ৭২৩ ভোট।
সিরিয়ার সুপ্রিম সাংবিধানিক আদালত জানিয়েছে, দেশটির মোট নিবন্ধিত এক কোটি ৫৮ লাখ ভোটারের মধ্যে শতকরা ৭৩.৪২ ভাগ ভোটার মঙ্গলবারের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিয়েছেন। এটি আরো বলেছে, পরাজিত কোনো প্রার্থীর পক্ষ থেকে নির্বাচনে অনিয়মের কোনো অভিযোগ আনা হয়নি।
সাংবিধানিক আদালতের এ ঘোষনার পর সারাদেশের বিভিন্ন শহরে প্রেসিডেন্ট আসাদের সমর্থকরা রাস্তায় নেমে উল্লাস প্রকাশ করেন। মঙ্গলবার অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে অন্য দুই প্রার্থী ছিলেন সংসদ সদস্য মাহের আল-হাজ্জার এবং ব্যবসায়ী হাসান আন-নুরি।
এদিকে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা এক বিবৃতি প্রকাশ করে সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনকে গণতান্ত্রিক, সুষ্ঠু ও নিরপেক্ষ বলে উল্লেখ করেছেন। এ নির্বাচনে বিজয়ের ফলে বাশার আল-আসাদ আগামী সাত বছরের জন্য সিরিয়ার প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিত হলেন।
সিরিয়ার কোনো কোনো অংশে বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীদের সহিংসতার মধ্যেই এ প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ২০১১ সালের মার্চ মাস থেকে চলে আসা এ সহিংসতায় এ পর্যন্ত ১,৬০,০০০ মানুষ নিহত হয়েছে। বিভিন্ন রিপোর্টে বলা হয়েছে, সিরিয়ার উগ্র সন্ত্রাসীদের পৃষ্ঠপোষকতায় পশ্চিমা দেশগুলোর পাশাপাশি রয়েছে তাদের আঞ্চলিক মিত্র কাতার, সৌদি আরব ও তুরস্ক।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন