‘আত্মঘাতী বোমা’ বিশেষজ্ঞ আশিকুল্লাহ নিহত
‘আত্মঘাতী বোমা’ বিশেষজ্ঞ আশিকুল্লাহ নিহত
ফাইল ফটো
তেহরিকে তালেবান পাকিস্তান বা টিটিপি’র গুরুত্বপূর্ণ নেতা এবং আত্মঘাতী বোমা হামলার কথিত বিশেষজ্ঞ আশিকুল্লাহ মেহসুদ নিহত হয়েছেন। উপজাতি অধ্যুষিত উত্তর ওয়াজিরিস্তানের মির আলী শহরে তিনি গোলাগুলির ঘটনায় মারা গেছেন।
পাকিস্তানের সরকারি কর্মকর্তা ও উপজাতি সূত্র নিশ্চিত করেছে যে, আশিকুল্লাহ মেহসুদই ছিলেন টিটিপি’র প্রধান কমান্ডার এবং কারি হোসেইন মেহসুদ মারা যাওয়ার পর তিনি আত্মঘাতী বোমা হামলাকারীদের প্রধান প্রশিক্ষক ছিলেন। তালেবানের বোমা বিশেষজ্ঞ হিসেবেও আশিকুল্লাহর ভূমিকা ছিল অনেক গুরুত্বপূর্ণ।
সূত্র জানিয়েছে, কয়েকজন সঙ্গী নিয়ে আলোচনা করার সময় বন্দুকধারীরা আশিকুল্লাহর ওপর গুলি চালায় এবং গাড়িতে করে তারা নিরাপদে পালিয়ে যায়। পাকিস্তানের গোয়েন্দা সূত্র মনে করছে, শাহরিয়ার মেহসুদ ও খান সাঈদ সাজনা গ্রুপের মধ্যে বিরোধের জের ধরেই আশিকুল্লাহ নিহত হয়েছেন।
তবে, কোনো গোষ্ঠীই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেনি এবং এ নিয়ে কোনো বিবৃতিও দেয় নি।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন