দক্ষিণ সুদানে গোত্র-দাঙ্গায় নিহত ৪০
দক্ষিণ সুদানে গোত্র-দাঙ্গায় নিহত ৪০
দক্ষিণ সুদানে ২ গোত্রের সংঘর্ষ
জমির মালিকানা নিয়ে বিরোধের জের ধরে দক্ষিণ সুদানে দাঙ্গায় অন্তত ৪০ জন নিহত ও ১৩ জন আহত হয়েছে। দেশটির পশ্চিম কোর্দোফান প্রদেশে একটি তেলের খনির খনন কাজ শুরুর আগে জমির মালিকানা নিয়ে জুরুগ ও আওলাদ আমরান গোত্রের মধ্যে এ দাঙ্গা হয়।
দাঙ্গায় জড়িতরা কালাশনিকভ রাইফেল এবং রকেট-চালিত গ্রেনেড ব্যবহার করে। দুটি গোত্রই ওই এলাকায় প্রভাবশালী এবং দু পক্ষই জমির মালিকানা দাবি করছে।
তেল-সমৃদ্ধ পশ্চিম কোর্দোফান এলাকায় বিদ্রোহীদের সঙ্গে সরকারি সেনাদের প্রায় তিন বছর সংঘর্ষ হয়েছে। এ এলাকা থেকে গত এপ্রিল মাসে দুই চীনা এবং এক আলজেরিয় নাগরিককে অপহরণ করেছিল বিদ্রোহীরা। মে মাসে তারা তিনজনই মুক্তি পান।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন