রাশিয়া পাকিস্তানে অস্ত্র বিক্রির নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে
রাশিয়া পাকিস্তানে অস্ত্র বিক্রির নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে
এমআই-৩৫ হাইন্ড অ্যাটাক হেলিকপ্টার
পাকিস্তানে অস্ত্র বিক্রির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে রাশিয়া।
রুশ রাষ্ট্রীয় সংস্থা রোসটেকের প্রধান সের্গেই চেমেজোভ এক বিবৃতিতে জানিয়েছেন, পাকিস্তানে অস্ত্র বিক্রির সিদ্ধান্ত নেয়া হয়েছে এবং কমব্যাট হেলিকপ্টার সরবরাহের বিষয়ে আলোচনা চলছে। এতে বলা হয়েছে, আলোচনা রুশ নির্মিত এমআই-৩৫ হাইন্ড অ্যাটাক হেলিকপ্টার বিক্রির বিষয়ে চলছে।
বিশ্বের অন্যতম বৃহৎ অস্ত্র ক্রয়কারী দেশ ভারত এবং দেশটির বৃহত্তম অস্ত্র সরবরাহকারী হলো রাশিয়া। সশস্ত্র বাহিনীর পুরানো এবং মান্ধাতার আমলের অস্ত্রের বদলে আধুনিকায়নের লক্ষ্যে ইহুদীবাদী ইসরাইল, ফ্রান্স, ব্রিটেন এবং আমেরিকা অস্ত্র আমদানির সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি। আর সে সময় পাকিস্তানে অস্ত্র বিক্রির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করল রাশিয়া।
প্রতিরক্ষা বিষয়ক শীর্ষস্থানীয় রুশ বিশ্লেষক পাভেল ফেলজিনহাউয়ার বলেছেন, সোভিয়েত আমল থেকে আরোপিত এ নিষেধাজ্ঞা প্রত্যাহারের মধ্য দিয়ে মস্কোর অস্ত্র বিক্রির নীতির ব্যাপক পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে।
তিনি বলেন, এটি উপমহাদেশে রুশ নীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন। পাকিস্তানে অস্ত্র বিক্রির মধ্য দিয়ে রুশ অস্ত্রের প্রধান ক্রেতা ভারতের সঙ্গে রাশিয়ার বিদ্যমান সম্পর্ক খারাপ হবে। ভারতের সঙ্গে রাশিয়ার যে সহযোগিতামূলক সম্পর্ক বিরাজ করছে তাও বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে বলে আশংকা ব্যক্ত করেছেন এ বিশ্লেষক।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন