কিরগিজিস্তানে বন্ধ হলো মার্কিন ঘাঁটি
কিরগিজিস্তানে বন্ধ হলো মার্কিন ঘাঁটি
ঘাঁটি ছাড়ছে মার্কিন সেনারা
অবশেষে কিরগিজিস্তানে অবস্থিত গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটিটি বন্ধ করে দিতে বাধ্য হয়েছে আমেরিকা। আফগানিস্তানে মোতায়েন মার্কিন সেনা ও যুদ্ধ সরঞ্জাম আনা-নেয়ার কাজে এটি গত ১২ বছর ধরে প্রধান ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল।
রাজধানী বিশকেকের উত্তরে ‘মানাস ট্রানজিট সেন্টার’ নামের মার্কিন বিমান ঘাঁটিটি অবস্থিত। কিরগিজিস্তান সরকার এ ঘাঁটির ইজারার মেয়াদ বাড়াতে অস্বীকার করার কারণে সেখান থেকে সেনা সরিয়ে নেয়া ছাড়া আমেরিকার আর কোন উপায় ছিল না। কিরগিজিস্তান আমেরিকার চেয়ে রাশিয়ার সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করার ওপর গুরুত্ব দিয়ে আসছে। এ কারণে আমেরিকার অনুরোধ সত্ত্বেও ঘাঁটিটির ইজারার মেয়াদ না বাড়ানোর বিষয়ে অনড় ছিল কিরগিজিস্তান।
আজ (মঙ্গলবার) কিরগিজ কর্তৃপক্ষের কাছে মার্কিন কর্মকর্তারা বিমান ঘাঁটিটি হস্তান্তর করেছেন। ঘাঁটির কমান্ডার কর্নেল জন মিলার্ড বলেছেন, ২০০১ সালে প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত ৫৫ লাখ সেনা এ ঘাঁটির মাধ্যমে আনা-নেয়া করা হয়েছে। কিরগিজিস্তানে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পামেলা স্প্রাটলেন বলেছেন, এক সপ্তাহের মধ্যে সব সেনা ওই দেশ ত্যাগ করবে। কিরগিজিস্তানে অনেক দিন ধরেই রাশিয়ার ঘাঁটি রয়েছে।
সূত্রঃ তেহরান রেডিও
নতুন কমেন্ট যুক্ত করুন