ইউক্রেনের প্রধানমন্ত্রী: সর্বাত্মক যুদ্ধ শুরু করতে পারে রাশিয়া
ইউক্রেনের প্রধানমন্ত্রী: সর্বাত্মক যুদ্ধ শুরু করতে পারে রাশিয়া
এখনও রাশিয়ার পক্ষ থেকে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়ার আশংকা রয়েছে বলে ইউক্রেনের প্রধানমন্ত্রী আরসেনি ইয়াত সেনিউক আজ (মঙ্গলবার) ঘোষণা করেছেন। তিনি বলেছেন, রাশিয়া এমন কোনো পদক্ষেপ নিলে ইউরোপে গ্যাস সরবরাহের ক্ষেত্রেও সমস্যা দেখা দিতে পারে। তবে এখনও রাশিয়ার সঙ্গে এ বিষয়ে চুক্তি সইয়ের আশা শেষ হয়ে যায়নি।
ইউক্রেনের প্রধানমন্ত্রী দেশটির সংসদকে বলেন, রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ শুরু করতে পারে। গ্যাসকেও অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে মস্কো। চলতি সপ্তাহেই রাশিয়ার গ্যাস কোম্পানি গ্যাসপ্রোম’র সঙ্গে তাদের চলমান আলোচনা থেকে একটি ফল বেরিয়ে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি বলেন, ‘মস্কো প্রতি এক হাজার ঘন মিটার গ্যাসের দাম প্রায় পাঁচশ’ ডলার নির্ধারণ করেছে, যা আমরা কখনোই দেব না।’ ইউক্রেনে গ্যাস সরবরাহ বন্ধের বিষয়ে রাশিয়া নতুনকরে হুমকি দেয়ার পর এসব মন্তব্য করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী।
সূত্রঃ তেহরান রেডিও
নতুন কমেন্ট যুক্ত করুন