শত্রুর ষড়যন্ত্র সম্পর্কে মুসলিম দেশগুলো জানে না
শত্রুর ষড়যন্ত্র সম্পর্কে মুসলিম দেশগুলো জানে না
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী শত্রুদের ষড়যন্ত্র সম্পর্কে মুসলিম দেশগুলোকে সতর্ক করে দিয়েছেন। তিনি বলেছেন, সবচেয়ে বড় সমস্যা হচ্ছে- শত্রুরা যে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে সে সম্পর্কে মুসলিম দেশগুলো সচেতন নয়।
রাজধানী তেহরানে আয়োজিত ৩১ তম কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেছেন।
সর্বোচ্চ নেতা বলেন, ইসলামের শত্রুরা এখন মুসলমানদের হয়ে যুদ্ধ করছে এবং মুসলিম সম্প্রদায়ের মধ্যে ভ্রাতৃঘাতী হত্যায় মেতে উঠেছে। কিন্তু দুঃখের বিষয়-মুসলিম জাহানের কিছু কিছু দেশ এই শয়তানি নীতি সম্পর্কে মোটেই সচেতন নয়।
আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী আরো বলেন, মুসলিম দেশগুলোকে জানতে হবে যে, আগের যেকোনো সময়ের চেয়ে এখন শত্রুর ষড়যন্ত্র অনেক বেশি জটিল। এবারের কুরআন প্রতিযোগিতায় বিশ্বের ৬৫টি দেশের হাফেজ ও ক্বারী অংশ নিয়েছেন।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন