মার্কিন সরকারের প্রতিক্রিয়া: তালেবানের সঙ্গে বন্দী বিনিময় নিয়ে বিতর্ক
মার্কিন সরকারের প্রতিক্রিয়া: তালেবানের সঙ্গে বন্দী বিনিময় নিয়ে বিতর্ক
মার্কিন কর্মকর্তারা তালেবানের সঙ্গে বন্দী বিনিময়ের বিষয়টিকে সমর্থন জানিয়েছেন। বন্দী বিনিময়ের ঘটনায় ব্যাপক সমালোচনার পরিপ্রেক্ষিতে তারা সরকারের এ পদক্ষেপের প্রতি জোরালো সমর্থন জানান।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী চ্যাক হ্যাগেল এনবিসি টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাতকারে দাবি করেছেন, মার্কিন সেনা বাও বার্গডেলের মুক্তির ব্যাপারে সন্ত্রাসীদের সঙ্গে তাদের কোনো সমঝোতা হয়নি। তবে তিনি বলেন, তালেবানের হাতে আটক বাও বার্গডেল ছিল যুদ্ধবন্দী এবং তার মুক্তির জন্য চেষ্টা চালানো একটি স্বাভাবিক বিষয়। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী আরো বলেছেন, তারা এ ব্যাপারে নিশ্চয়তা দিচ্ছে যে, বন্দী বিনিময়ের আওতায় যেসব তালেবানকে ছেড়ে দেয়া হয়েছে তারা আর বিপদ হয়ে দেখা দেবে না।
এদিকে, মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সুজান রাইসও সিএনএন টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাতকারে বাও বার্গডেলের মুক্তির জন্য তালেবানের সঙ্গে আলোচনার ব্যাপারে রিপাবলিক দলের সমালোচনার জবাবে বলেছেন, আটক মার্কিন সেনার সুস্থতা নিয়ে সন্দেহ সৃষ্টি হয়েছিল এবং তার নিরাপত্তাও আগের চেয়ে আরো বেশি হুমকির মুখে পড়েছিল। এ কারণে মার্কিন বিচার ও পররাষ্ট্র মন্ত্রণালয় তালেবানের হাতে আটক মার্কিন সেনার মুক্তির জন্য চেষ্টা শুরু করে। তিনি বলেন, সরকার আটক মার্কিন সেনা বাও বার্গডেলের মুক্তির বিনিময়ে পাঁচ তালেবানকে ছেড়ে দেয়ার সম্ভাবনার কথা আগেই কংগ্রেসকে অবহিত করেছিল।
আটক ওই মার্কিন সেনা গত পাঁচ বছর ধরে আফগানিস্তানে তালেবানের হাতে বন্দী ছিল এবং তার মুক্তির বিনিময়ে গুয়ান্টানামো বে’ জেলখানা থেকে পাঁচ তালেবানকে ছেড়ে দেয়া হয়েছে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন