আফগান সরকার ইসলামাবাদে অনুষ্ঠেয় নিরাপত্তা বৈঠক বর্জন করলো
আফগান সরকার ইসলামাবাদে অনুষ্ঠেয় নিরাপত্তা বৈঠক বর্জন করলো
আফগানিস্তান সরকার পাকিস্তানে নিরাপত্তা বিষয়ক সম্মেলনে যোগ দেবে না বলে জানিয়েছে। পাকিস্তান ভূখণ্ড থেকে আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় সীমান্তবর্তী এলাকায় অব্যাহত ক্ষেপণাস্ত্র হামলার প্রতিবাদে কাবুল এ সিদ্ধান্তের কথা জানালো।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, গতকাল প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের নেতৃত্বে আফগানিস্তানের জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে নিরাপত্তা পরিষদের কর্মকর্তারা বলেছেন, পাকিস্তান ভূখণ্ড থেকে আফগানিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত থাকায় এবং দেশটির দ্বিতীয় দফা প্রেসিডেন্ট নির্বাচনে পাকিস্তানের হস্তক্ষেপের কারণে আফগান কর্মকর্তারা ইসলামাবাদে অনুষ্ঠেয় নিরাপত্তা বিষয়ক বৈঠকে অংশ নেবে না।
এ অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনার জন্য আগামী বুধবার পাকিস্তান ও আফগানিস্তানের কর্মকর্তাদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, গত শনিবারও পাকিস্তান ভূখণ্ড থেকে সীমান্তবর্তী কুনার প্রদেশে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। এরপর দেশটির হেলিকপ্টার থেকে ওই একই প্রদেশে হামলা চালানো হয় এবং এসব হামলায় বেশ কিছু সংখ্যক আফগান হতাহত হয়েছে।
এদিকে, পাকিস্তান সরকার গতকাল ইসলামাবাদে নিযুক্ত আফগান দূতাবাসের চার্য দ্যা অ্যাফেয়ার্সকে পররাষ্ট্র মন্ত্রণায়ে তলব করেছে। তাকে আফগানিস্তানের ভূখণ্ড থেকে পাকিস্তানের বাজৌর এলাকায় ২০০বারের বেশি সন্ত্রাসী হামলার বিষয়টি অবহিত করে এর তীব্র প্রতিবাদ জানানো হয়।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন