আফগানিস্তান পাকিস্তানের সঙ্গে নিরাপত্তা আলোচনা বন্ধের হুমকি দিল
আফগানিস্তান পাকিস্তানের সঙ্গে নিরাপত্তা আলোচনা বন্ধের হুমকি দিল
সীমান্ত হামলা পাক-আফগান আলোচনাকে হুমকির মুখে ফেলেছে
পাকিস্তানের সঙ্গে নিরাপত্তা আলোচনা বন্ধ করে দেয়ার হুমকি দিয়েছে প্রতিবেশী আফগানিস্তান। দেশটি বলেছে, পাকিস্তান সরকারের সমর্থনে সীমান্ত গোলাগুলি ও রকেট নিক্ষেপের ঘটনা বন্ধ না হলে আলোচনা থেকে নিজেকে প্রত্যাহার করে নেয়া ছাড়া কাবুলের সামনে কোনো বিকল্প থাকবে না।
আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মুহাম্মাদ জহির আজিমি বলেন, পাকিস্তানের হেলিকপ্টার সীমান্ত পেরিয়ে আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশের ওপর দিয়ে ঘোরাঘুরি করেছে। আফগানিস্তানের দ্বিতীয় দফা প্রেসিডেন্ট নির্বাচনকে বানচাল করার লক্ষ্য নিয়ে পাকিস্তান এ কাজ করেছে বলে তিনি উল্লেখ করেন।
স্থানীয় সরকারি কর্মকর্তারা বলছেন, পাকিস্তান থেকে চালানো গত কয়েকদিনের রকেট হামলায় অন্তত ছয়জন নিহত ও ৪০ জন আহত হয়েছে। আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় নিরাপত্তা পরিষদের এক বৈঠক থেকে পাকিস্তানি রকেট হামলার নিন্দা জানানো হয়েছে। এছাড়া, আফগান নিরাপত্তা কর্মকর্তারা এরইমধ্যে ঘোষণা করেছেন, তারা আগামী ৪ জুন পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠেয় নিরাপত্তা সম্মেলনে যোগ দেবেন না।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন