কুয়েত ও ইরানের মধ্যে ৬টি চুক্তি সই

কুয়েত ও ইরানের মধ্যে ৬টি চুক্তি সই

hussain, mohammad, imam mahdi, সিফফিন, জামালের যুদ্ধ, নারওয়ানের যুদ্ধ, খলিফা, খেলাফত, ইমামত, আলী, সিদ্দীক, ফারুক, মোর্তযা, বদর, ওহদ, খন্দক, খায়বার, বণী Shia, Sunni, Islam, Quran, Karbala, najaf, kufa, mashad, samera, madina, makka, jannatul baqi, kazmain, ali, Fatima, hasan, সাকিফা, বণী সায়াদা, সাহাবী, হিজবুল্লাহ, ইসরাইল, ড্রোন, বিমান, হাসান নাসরুল্লাহ , লেবানন, ইরান,  চীন, মালয়েশিয়া,  স্যাটেলাইট, কুয়ালালামপুর, বেইজিং, ভিয়েতনাম, মার্কিন, গোয়েন্দা, ইরাক, সিরিয়া, মিশর, আল কায়েদা, তাকফিরী, ইখওয়ানুল মুসলেমিন, বাংলাদেশ, ভারত, জিহাদ, ফিলিস্তিন, ইহুদি, গাজা, শহীদ, জিহাদ, ক্ষেপণাস্ত্র, দূতাবাস, সৌদি আরব , কুয়েত, রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন, আমেরিকা, ভিয়েনা, পরমাণু, বাহারাইন, আফগানিস্থান, থাইল্যান্ড, হজরত ফাতিমা, মার্জিয়া, সিদ্দিকা, মোহাদ্দেসা, বাতুল, উম্মে আবিহা, যাহরা, মুবারেকা, যাকিয়া, তাহেরা, রাযিয়া, জিহাদুন নিকাহ, পোপ, পাদ্রি, বাইতুল মোকাদ্দাস, ওহাবী, সালাফি, মুফতি, ড্রোন, পাকিস্থান, এজিদ, মাবিয়া, আবু সুফিয়ান, আলী আকবর, হুসাইন,
ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানির সঙ্গে কুয়েতের আমির শেখ সাবাহ (বামে)
কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমাদ আল-জাবের আল- সাবাহ দু দিনের গুরুত্বপূর্ণ সফরে আসার পর তেহরান ও কুয়েত সিটির মধ্যে ছয়টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে। এতে দু দেশের মধ্যে নানা ক্ষেত্রে সহযোগিতা জোরদার হবে।

ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি ও কুয়েতের আমির শেখ সাবাহর মধ্যে আনুষ্ঠানিক বৈঠকের পর এসব চুক্তি সই হয়।

এর মধ্যে ইরান ও কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী বিমান চলাচল এবং নিরাপত্তা বিষয়ে চুক্তিতে সই করেন। শূল্ক সহযোগিতার বিষয়ে একটি চুক্তিতে সই করেন দু দেশের বাণিজ্যমন্ত্রী। এছাড়া, ক্রীড়া, পর্যটন ও পরিবেশ বিষয়ে আরো কয়েকটি চুক্তি সই করেছে ইরান এবং কুয়েত।

এদিকে, কুয়েতের আমিরের সঙ্গে বৈঠকে ইরানের প্রেসিডেন্ট আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার ওপর গুরুত্বারোপ করে বলেছেন, এগুলো প্রতিষ্ঠা করা ছাড়া মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানো সম্ভব নয়। আঞ্চলিক দেশগুলো বিশেষ করে ইরাক ও সিরিয়ার নানা সমস্যার কথা উল্লেখ করে ড. রুহানি বলেন, আঞ্চলিক সব দেশকে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সহযোগিতা করতে হবে। আঞ্চলিক নিরাপত্তা ও শান্তি প্রতিষ্ঠার বিষয়ে ইরান সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত বলেও ঘোষণা করেন প্রেসিডেন্ট রুহানি।

নানাবিধ সমস্যা সমাধানে আঞ্চলিক দেশগুলোর মধ্যে সহযোগিতা প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরে কুয়েতের আমির বলেন, একে অপরের পাশে দাঁড়িয়ে মুসলিম দেশগুলোর উচিত নিজেদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করা। শেখ সাবাহ আরো বলেন, তার দেশ ইরানের সঙ্গে অর্থনৈতিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সহযোগিতা বাড়াতে প্রতিশ্রুতিবদ্ধ।
সূত্রঃ রেডিও তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন