ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে তাকফিরিদের সম্পর্কে কুয়েতের আমিরের আলোচনা

ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে তাকফিরিদের সম্পর্কে কুয়েতের আমিরের আলোচনা

hussain, mohammad, imam mahdi, সিফফিন, জামালের যুদ্ধ, নারওয়ানের যুদ্ধ, খলিফা, খেলাফত, ইমামত, আলী, সিদ্দীক, ফারুক, মোর্তযা, বদর, ওহদ, খন্দক, খায়বার, বণী Shia, Sunni, Islam, Quran, Karbala, najaf, kufa, mashad, samera, madina, makka, jannatul baqi, kazmain, ali, Fatima, hasan, সাকিফা, বণী সায়াদা, সাহাবী, হিজবুল্লাহ, ইসরাইল, ড্রোন, বিমান, হাসান নাসরুল্লাহ , লেবানন, ইরান,  চীন, মালয়েশিয়া,  স্যাটেলাইট, কুয়ালালামপুর, বেইজিং, ভিয়েতনাম, মার্কিন, গোয়েন্দা, ইরাক, সিরিয়া, মিশর, আল কায়েদা, তাকফিরী, ইখওয়ানুল মুসলেমিন, বাংলাদেশ, ভারত, জিহাদ, ফিলিস্তিন, ইহুদি, গাজা, শহীদ, জিহাদ, ক্ষেপণাস্ত্র, দূতাবাস, সৌদি আরব , কুয়েত, রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন, আমেরিকা, ভিয়েনা, পরমাণু, বাহারাইন, আফগানিস্থান, থাইল্যান্ড, হজরত ফাতিমা, মার্জিয়া, সিদ্দিকা, মোহাদ্দেসা, বাতুল, উম্মে আবিহা, যাহরা, মুবারেকা, যাকিয়া, তাহেরা, রাযিয়া, জিহাদুন নিকাহ, পোপ, পাদ্রি, বাইতুল মোকাদ্দাস, ওহাবী, সালাফি, মুফতি, ড্রোন, পাকিস্থান, এজিদ, মাবিয়া, আবু সুফিয়ান, আলী আকবর, হুসাইন,
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী সতর্ক করে দিয়ে বলেছেন, তাকফিরি সন্ত্রাসীরা ভবিষ্যতে এর মদতদাতাদের জন্য ব্যুমেরাং হয়ে দেখা দেবে। কিন্তু দুর্ভাগ্যক্রমে মধ্যপ্রাচ্য অঞ্চলের কোনো কোনো দেশ এ বিপদ সম্পর্কে সতর্ক নয়।

ইরান সফররত কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমাদ আল-জাবের আল-সাবাহকে দেয়া সাক্ষাত অনুষ্ঠানে সর্বোচ্চ নেতা এ কথা বলেন। তিনি বলেন, ভবিষ্যতে এসব তাকাফিরি সন্ত্রাসী এ অঞ্চলের মদতদাতা দেশগুলোর জন্যই হুমকি হয়ে দেখা দেবে।

আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেন, মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ সিরিয়া ও আরো কিছু জায়গায় তাকফিরি সন্ত্রাসীদের হত্যাযজ্ঞ এবং অপরাধকে সমর্থন করছে কিন্তু খুব অল্প সময়ের মধ্যে এই গোষ্ঠী তাদের সমর্থকদের বিরুদ্ধে ঘুরে দাঁড়াবে। তখন এই গোষ্ঠীকে নির্মূল করতে অনেক মূল্য দিতে হবে।

সর্বোচ্চ নেতা বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান সবসময় পারস্য উপসাগরীয় প্রতিবেশী দেশগুলোর সঙ্গে উন্নত সম্পর্ক রাখতে চায়। ইরান ও কুয়েতের মধ্যে এখন অর্থনৈতিক সম্পর্ক বাড়নোর ক্ষেত্র প্রস্তুত রয়েছে। দু দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্কের নতুন অধ্যায় তৈরি করা উচিত বলেও সর্বোচ্চ নেতা উল্লেখ করেন।

সাক্ষাত অনুষ্ঠানে কুয়েতের আমির বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানরে সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় রচনা করতে তার দেশ সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে। তিনি জানান, তার এ সফরের সময় তেহরান ও কুয়েতসিটি পারস্পরিক অর্থনৈতিক সম্পর্ক ও বাণিজ্যিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে একমত হয়েছে। এছাড়া, সিরিয়ার চলমান সংকট শান্তিপূর্ণ উপায়ে এবং সিরিয়ার জনগণের ইচ্ছার ভিত্তিতেই সমাধান হবে বলে মন্তব্য করেন কুয়েতের আমির।
সূত্রঃ রেডিও তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন