রাজা কার্লোস অসংখ্য কেলেঙ্কারি মাথায় নিয়ে সরে যাচ্ছেন

রাজা কার্লোস অসংখ্য কেলেঙ্কারি মাথায় নিয়ে সরে যাচ্ছেন

hussain, mohammad, imam mahdi, সিফফিন, জামালের যুদ্ধ, নারওয়ানের যুদ্ধ, খলিফা, খেলাফত, ইমামত, আলী, সিদ্দীক, ফারুক, মোর্তযা, বদর, ওহদ, খন্দক, খায়বার, বণী Shia, Sunni, Islam, Quran, Karbala, najaf, kufa, mashad, samera, madina, makka, jannatul baqi, kazmain, ali, Fatima, hasan, সাকিফা, বণী সায়াদা, সাহাবী, হিজবুল্লাহ, ইসরাইল, ড্রোন, বিমান, হাসান নাসরুল্লাহ , লেবানন, ইরান,  চীন, মালয়েশিয়া,  স্যাটেলাইট, কুয়ালালামপুর, বেইজিং, ভিয়েতনাম, মার্কিন, গোয়েন্দা, ইরাক, সিরিয়া, মিশর, আল কায়েদা, তাকফিরী, ইখওয়ানুল মুসলেমিন, বাংলাদেশ, ভারত, জিহাদ, ফিলিস্তিন, ইহুদি, গাজা, শহীদ, জিহাদ, ক্ষেপণাস্ত্র, দূতাবাস, সৌদি আরব , কুয়েত, রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন, আমেরিকা, ভিয়েনা, পরমাণু, বাহারাইন, আফগানিস্থান, থাইল্যান্ড, হজরত ফাতিমা, মার্জিয়া, সিদ্দিকা, মোহাদ্দেসা, বাতুল, উম্মে আবিহা, যাহরা, মুবারেকা, যাকিয়া, তাহেরা, রাযিয়া, জিহাদুন নিকাহ, পোপ, পাদ্রি, বাইতুল মোকাদ্দাস, ওহাবী, সালাফি, মুফতি, ড্রোন, পাকিস্থান, এজিদ, মাবিয়া, আবু সুফিয়ান, আলী আকবর, হুসাইন,
রাজা জুয়ান কার্লোস
নারী কেলেঙ্কারিসহ অসংখ্য অপকর্মের বোঝা মাথায় নিয়ে সিংহাসন ত্যাগ করতে যাচ্ছেন স্পেনের রাজা জুয়ান কার্লোস। দেশটির প্রধানমন্ত্রী মারিয়ানো রাজোয় রোববার এ ঘোষণা দিয়ে বলেছেন, ভগ্ন স্বাস্থ্যের জন্য নয় বরং রাজনৈতিক কারণে সিংহাসন ত্যাগ করতে যাচ্ছেন রাজা জুয়ান।

৭৪ বছর বয়সি রাজা জুয়ান কার্লোসের দেহে গত দু’বছরে পাঁচটি অপারেশন করা হয়। তার সরে যাওয়ার পর ৪৬ বছর বয়সি যুবরাজ ফিলিপ স্পেনের সিংহাসনে আরোহণ করবেন। রাজনৈতিক কারণে রাজা সিংহাসন ত্যাগ করছেন বলে প্রধানমন্ত্রী ঘোষণা করলেও কারণটি ঠিক কি তা পরিষ্কারভাবে উল্লেখ করা হয়নি।

অবশ্য স্পেনে সিংহাসন ত্যাগ বা রাজার ক্ষমতা হস্তান্তরের কোনো নজির নেই এবং এ সংক্রান্ত আইনও স্পষ্ট নয়। যুবরাজ ফিলিপকে রাজ দায়িত্ব দেয়ার জন্য দেশটিতে নতুন আইন প্রণয়ন করতে হবে।

স্পেনের সাবেক একনায়ক ফ্রান্সিসকো ফ্রাংকোর মৃত্যুর দু’দিন পর ১৯৭৫ সালে ক্ষমতায় আরোহণ করেছিলেন কার্লোস। ৪০ বছরের শাসনামলে নানা কেলেঙ্কারির জন্ম দিয়েছেন তিনি। অর্থনৈতিক কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে সম্প্রতি রাজ জামাতা ইনাকি উরডানগারিনের বিরুদ্ধে তদন্ত পর্যন্ত হয়েছে। ক্রীড়া অনুষ্ঠান আয়োজনের নামে সরকারি অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে রাজ জামাতাকে জিজ্ঞাসাবাদও করা হয়।

এ ছাড়া,২০১২ সালে স্পেনের তীব্র অর্থনৈতিক সংকটের সময় শিকার করতে ব্যক্তিগত সফরে বোতসোয়ানায় গিয়েছিলেন রাজা জুয়ান। ওই সফরে কোমর ভেঙে স্পেনে ফিরে আসা না পর্যন্ত এ সংক্রান্ত কোনো খবর প্রকাশিত হয়নি। সেইসঙ্গে শিকার করা হাতির সঙ্গে রাজার ছবি প্রকাশিত হওয়ার পর স্পেনের জনগণের মধ্যে তীব্র প্রতিক্রিয়া হয়। জনগণের তীব্র প্রতিবাদের মুখে প্রাণী সংরক্ষণের কাজে নিযুক্ত আন্তর্জাতিক সংস্থা ডব্লিউডব্লিউএফ-এর অনারারি সভাপতির পদ থেকে রাজাকে সরে দাঁড়াতে হয়।

এর পাশাপাশি রাজত্বের পুরো সময়ই নারী কেলেঙ্কারিতে জড়িত ছিলেন তিনি। ব্রিটেনের সাবেক রাজবধূ প্রিন্সেস ডায়নাসহ অন্তত ১,৫০০ নারী রাজা জুয়ানের শয্যাসঙ্গী হয়েছেন বলে জোর গুজব রয়েছে। এজন্য প্রজাদের অনেকের কাছেই তিনি ‘ডন জুয়ান’ নামে পরিচিত ছিলেন। ইতালির কল্পকথার নায়ক ডন জুয়ানের নামটি স্পেনে ‘নারীসঙ্গ লিপ্সু লম্পট ব্যক্তি’ বোঝাতে ব্যবহৃত হয়।

গত জানুয়ারি মাসে অনুষ্ঠিত এক জরিপে দেখা গেছে, স্পেনের ৬২ শতাংশ মানুষ চায় জুয়ান সিংহাসন ত্যাগ করুক। অথচ এক বছর আগে অনুষ্ঠিত একই ধরনের জরিপে এ সংখ্যা ছিল ৪১ শতাংশ।
সূত্রঃ রেডিও তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন