মিশরের ২০ হাজার বন্দির অনশন চলছে
মিশরের ২০ হাজার বন্দির অনশন চলছে
মিশরের ২০ হাজার কারাবন্দি সপ্তাহব্যপী অনশন ধর্মঘট শুরু করেছেন। কারাগারে নির্যাতন এবং অমানবিক আচরণের প্রতিবাদে শুক্রবার এ ধর্মঘট শুরু হয়।
মিশরের সেন্টার ফর হিউম্যান রাইটস ভিক্টিমসের পরিচালক হাশেম আবু খালিল জানিয়েছেন, দেশের ১১৪টি কারাগার ও বন্দিশালায় একযোগে এ ধর্মঘট চলছে। কারাগারগুলোতে বন্দিদের মানবেতর পরিস্থিতির দিকে বিশ্বের দৃষ্টি ফেরানোর লক্ষ্যেই এমন কর্মসূচি নেয়া হয়েছে বলে তিনি জানান।
মিশরের কারাগারগুলোতে বন্দিদের প্রতি ব্যাপক এবং সুপরিকল্পিত নির্যাতন ও অমানবিক আচরণ চালানো হয়। অবশ্য দেশটির সামরিক সরকার এ সব অভিযোগ অস্বীকার করেছে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন