ওয়াশিংটনের জ্বালানি ক্ষেত্রে মস্কোর সঙ্গে প্রতিযোগিতার ক্ষমতা নেই
ওয়াশিংটনের জ্বালানি ক্ষেত্রে মস্কোর সঙ্গে প্রতিযোগিতার ক্ষমতা নেই
ইউরোপে জ্বালানি রপ্তানির ক্ষেত্রে রাশিয়ার সঙ্গে প্রতিযোগিতার ক্ষমতা আমেরিকার নেই। ইউরোপীয়রা রাশিয়ার কাছ থেকে অনেক সস্তায় জ্বালানি পাচ্ছে। রুশ বার্তা সংস্থা ‘রিয়া নভোস্তি’র সঙ্গে এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন মার্কিন প্রতিনিধি পরিষদের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটির প্রভাবশালী সদস্য ব্র্যাড শেরমান। তিনি বলেন, রাশিয়ার জ্বালানির ওপর ইউরোপের যে নির্ভরতা, আমেরিকা থেকে জ্বালানি রপ্তানির মাধ্যমে সেটা মেটানো সম্ভব সম্ভব নয়।
ব্র্যাড শারমেন বলেন, আমেরিকা থেকে জ্বালানি কিনতে চাইলে ইউরোপকে রাশিয়ার জ্বালানির চেয়ে ৫০ শতাংশ বেশি দামে কিনতে হবে। তার মতে- আমেরিকা থেকে জ্বালানি সরবরাহ করলে ইউরোপ যে দাম দেবে, তার চেয়েও বেশি দাম দেবে এশিয়ার দেশগুলো। তিনি বলেন- জাপান যে দামে আমেরিকার জ্বালানি নেবে, ইউরোপের জার্মানি কখনোই সে দামে নিতে চাইবে না। তিনি বলেন, ওয়াশিংটন মস্কোর মতো এত সস্তায় গ্যাস দিতে পারবে না।
ইউরোপের দেশগুলোর জ্বালানির প্রধান উৎস হচ্ছে রাশিয়া। ইউক্রেন ইস্যুতে উত্তেজনা শুরু হওয়ার পর রাশিয়া ইউরোপে গ্যাস রপ্তানি বন্ধ করে দেয়ার হুমিক দিয়েছিল। রাশিয়ার গ্যাস ইউক্রেন হয়ে ইউরোপের অন্যান্য দেশে যায়। কিন্তু ইউক্রেন গ্যাসের বকেয়া বিল পরিশোধ করছে না। মস্কো বলেছে, গ্যাসের বকেয়া বিল পরিশোধ না করলে সরবরাহ বন্ধ করে দেয়া হবে।
সূত্রঃ তেহরান রেডিও
নতুন কমেন্ট যুক্ত করুন