সিরিয়ার সন্ত্রাসীদের হাতে ২০০ কুর্দি অপহৃত
সিরিয়ার সন্ত্রাসীদের হাতে ২০০ কুর্দি অপহৃত
সিরিয়ায় লড়াইরত বিদেশি মদদপুষ্ট ব্রিদোহী (ফাইল ফটো)
সিরিয়ায় তৎপরত বিদেশি মদদপুষ্ট কথিত ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড দ্যা লিভ্যান্ট বা আইএসআইএল সন্ত্রাসীরা ২০০ কুর্দি বেসামরিক নাগরিককে অপহরণ করেছে। সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় আলেপ্পো প্রদেশ থেকে এসব কুর্দি নাগরিককে অপহরণ করা হয়েছে।
ব্রিটেনভিত্তিক কথিত মানবাধিকার গোষ্ঠী সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, আলেপ্পো প্রদেশের কাবাসিন শহর থেকে আইএসআইএল সন্ত্রাসীরা ১৯৩ জন কুর্দি নাগরিককে অপহরণ করে। অপহৃতদের বয়স ১৭ থেকে ৭০ বছরের মধ্যে।
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের পরিচালক রামি আব্দুর-রহমান বলেছেন, কুর্দি নাগরিকদের অপহরণের কারণ স্পষ্ট নয় তবে এ ধরনের ঘটনা ওই এলাকায় বার বার ঘটছে। এলাকাটি অনেক দিন ধরেই আইএসআইএল সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে রয়েছে।
এর আগে, গত ডিসেম্বর মাসে আইএসআইএল সন্ত্রাসীরা আলেপ্পোর মিনবিজ ও জিরাবলুস শহর থেকে অন্তত ৫১ জন কুর্দিকে অপহরণ করেছিল।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন