সিরিয়ায় মার্কিন নাগরিক নিহত
সিরিয়ায় মার্কিন নাগরিক নিহত
সিরিয়ায় নিহত মার্কিন নাগরিক
সিরিয়ায় তাকফিরি সন্ত্রাসীদের সঙ্গে মিলে প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে বিস্ফোরণে মারা গেছে এক মার্কিন নাগরিক।
আমেরিকার সরকারি কর্মকর্তারা এ কথা নিশ্চিত করেছেন। সিরিয়ার উত্তরাঞ্চলীয় ইদলিব প্রদেশে ওই সন্ত্রাসী মারা গেছে। মার্কিন কর্মকর্তারা নিহত ব্যক্তির নাম পরিচয় প্রকাশ করেন নি। তবে সন্ত্রাসী সংগঠন আন-নুসরা ফ্রন্টেরে একটি সূত্র জানিয়েছে যে, নিহত ব্যক্তির নাম আবু হুরায়রা আল-আমরিকি।
নিউ ইয়র্ক টাইমস গত বুধবার জানিয়েছে, নিহত আবু হুরায়রা গাড়ি বোমা হামলার সঙ্গে জড়িত ছিল।
আবু হুরায়রা আল-আমরিকির নিহত হওয়ার ঘটনা নিয়ে ইন্টারনেটে প্রচারিত এক ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে যে, বিদেশি মদদপুষ্ট বিদ্রোহীরা একটি বড় ট্রাকে ট্যাংকের গোলা ভর্তি করছে। পরে এ ট্রাক চালিয়ে নিয়ে যাওয়ার সময় বিশাল বিস্ফোরণে গাড়িটি ছিন্ন ভিন্ন হয়ে যায়।
সিরিয়া সরকারের বিরুদ্ধে লড়াইয়ে কোনো মার্কিন নাগরিকের জড়িত থাকার কথা এই প্রথমবারের মতো স্বীকার করল মার্কিন সরকার।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন