আহমাদ খাতামী: আমেরিকা পতনের শ্লোগান চলবে
আহমাদ খাতামী: আমেরিকা পতনের শ্লোগান চলবে
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রভাবশালী আলেম আয়াতুল্লাহ সাইয়্যেদ আহমাদ খাতামি বলেছেন, যতদিন পর্যন্ত ওয়াশিংটন শয়তানি বন্ধ করবে না, ততদিন পর্যন্ত আমেরিকার ধ্বংস কামনা করে শ্লোগান অব্যাহত থাকবে।
ইরানের জনগণ আমেরিকাকে তাদের সবচেয়ে বড় শত্রু বলে মনে করে এবং যে কোনো বড় সভা-সমাবেশের আয়োজন হলেই সেখানে উপস্থিত জনতা ‘আমেরিকা ধ্বংস হোক’ ও ‘আমেরিকা নিপাত যাক’ শ্লোগান দিতে থাকে। ইরানের জুমার নামাজের জামাতেও একই ধরনের শ্লোগান দেয়া হয়।
এ প্রবণতাকে ইতিবাচক আখ্যা দিয়ে তেহরানের জুমা নামাজের খতিব আয়াতুল্লাহি খাতামি বলেছেন, ইরানি জাতির বিরুদ্ধে আমেরিকা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। ষড়যন্ত্র বন্ধ করতে হবে। তিনি বলেন, ধর্মীয় সমাজে জীবন পদ্ধতি হতে হবে ঈমানের আলোয় আলোকিত। সব কাজের ক্ষেত্রেই আল্লাহর সন্তুষ্টির বিষয়টি মাথায় রাখতে হবে।
তিনি জনসেবা প্রসঙ্গে বলেন, বিশ্বের সব দেশেই জনসেবামূলক তৎপরতা রয়েছে। ইসলামের দৃষ্টিতে জনসেবাও হতে হবে আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে। যারা আল্লাহর জন্য কাজ করে তাদের কাছে ক্লান্তি অর্থহীন বলে তিনি মন্তব্য করেন।
সূত্রঃ তেহরান রেডিও
নতুন কমেন্ট যুক্ত করুন