ইরান বিশ্বের সবখানে শত্রুর অবস্থানে হামলা চালাতে সক্ষম
ইরান বিশ্বের সবখানে শত্রুর অবস্থানে হামলা চালাতে সক্ষম
(বামে) ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন সালামি- (ডানে)ইরানের ক্ষেপণাস্ত্র
ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন সালামি বলেছেন, বিশ্বের যেকোনো স্থানে শত্রুর অবস্থানে হামলা চালাতে সক্ষম ইরান। গতকাল তেহরানের জুমা নামাজের আগে বক্তৃতা করার সময় তিনি এ কথা বলেন।
জেনারেল সালামি বলেন, ইসলামি ইরানের বিরুদ্ধে কেউ যদি কোনো ধরনের আগ্রাসন চালাতে চায় তাহলে তেহরান বিশ্বের যেকোনো স্থানে শত্রুর কৌশলগত গুরুত্বপূর্ণ স্বার্থে আঘাত হানবে; সে ক্ষমতা ইরানের আছে।
তিনি আরো বলেন, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যেকোনো উচ্চতায় শত্রুর বিমান ধ্বংস করতে পারে এবং দেশে তৈরি ড্রোনগুলোকে দেশীয় প্রযুক্তিতে তৈরি অস্ত্র দিয়ে অভিযান চালানোর জন্য সক্ষম করে তোলা হয়েছে।
ইরানের এ কমান্ডার বলেন, “আমরা এত শক্তি অর্জন করেছি যে, শত্রুরা যদি সবাই একসঙ্গে সবরকম উপায় অবলম্বন করে ইরানের বিরুদ্ধে হামলা চালাতে আসে তাহলে তারা শুধু পরাজিত ও হতাশ হবে।”
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সাম্প্রতিক আগ্রাসী বক্তব্যের জবাবে ব্রিগেডিয়ার জেনারেল সালামি এসব কথা বললেন। গত বুধবার মার্কিন প্রেসিডেন্ট আমেরিকার মিলিটারি একাডেমিতে দেয়া বক্তৃতায় বলেছেন, ইরানের সঙ্গে পরমাণু দ্বন্দ্ব মিটিয়ে ফেলার সুযোগ এসেছে তবে তেহরানের বিরুদ্ধে সামরিক হামলাসহ সব ধরনের ব্যবস্থা নেয়ার পথও খোলা রয়েছে ওয়াশিংটনের সামনে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন