পাকিস্থনের উপজাতি এলাকায় একের পর এক মাইন বিস্ফোরণ; ৫ সেনা নিহত
পাকিস্থনের উপজাতি এলাকায় একের পর এক মাইন বিস্ফোরণ; ৫ সেনা নিহত
পুতে রাখা মাইন (ফাইল ফটো)
পাকিস্তানের কেন্দ্র শাসিত উপজাতি এলাকা বা ফাটায় কয়েকটি ভূমি মাইন বিস্ফোরণে অন্তত পাঁচ সেনা নিহত ও আরো পাঁচজন আহত হয়েছে।
এর মধ্যে উত্তর ওয়াজিরিস্তানে প্রথম দু টি মাইন বিস্ফোরণে দু জন সেনা নিহত ও তিন সেনা আহত হয়। এ সম্পর্কে এক বিবৃতিতে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর বলেছে, রাস্তার পাশে পেতে রাখা মাইনগুলোর বিস্ফোরণে এ হতাহতের ঘটনা ঘটেছে। নশের কিলার কাছে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে আইএসপিআর।
সীমান্ত এলাকা বান্নুতে দ্বিতীয় হতাহতের ঘটনা ঘটে। সেখানে পেতে রাখা মাইনের ওপর দিয়ে যাওয়ার সময় প্রচণ্ড বিস্ফোরণ ঘটে এবং তিন সেনা নিহত ও দু জন আহত হয়। আহতদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফাটা হচ্ছে পাকিস্তানের সবচেয়ে গোলযোগপূর্ণ এলাকা এবং প্রায়ই সেনাবাহিনী সেখানে সন্ত্রাসীদের হামলার শিকার হয়। এর আগে, গত ৮ মে বড় ধরনের বিস্ফোরণে আট সেনা নিহত হয়েছিল।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন