লন্ডন হচ্ছে ইউরোপের কোকেন রাজধানী

লন্ডন হচ্ছে ইউরোপের কোকেন রাজধানী

hussain, mohammad, imam mahdi, সিফফিন, জামালের যুদ্ধ, নারওয়ানের যুদ্ধ, খলিফা, খেলাফত, ইমামত, আলী, সিদ্দীক, ফারুক, মোর্তযা, বদর, ওহদ, খন্দক, খায়বার, বণী Shia, Sunni, Islam, Quran, Karbala, najaf, kufa, mashad, samera, madina, makka, jannatul baqi, kazmain, ali, Fatima, hasan, সাকিফা, বণী সায়াদা, সাহাবী, হিজবুল্লাহ, ইসরাইল, ড্রোন, বিমান, হাসান নাসরুল্লাহ , লেবানন, ইরান,  চীন, মালয়েশিয়া,  স্যাটেলাইট, কুয়ালালামপুর, বেইজিং, ভিয়েতনাম, মার্কিন, গোয়েন্দা, ইরাক, সিরিয়া, মিশর, আল কায়েদা, তাকফিরী, ইখওয়ানুল মুসলেমিন, বাংলাদেশ, ভারত, জিহাদ, ফিলিস্তিন, ইহুদি, গাজা, শহীদ, জিহাদ, ক্ষেপণাস্ত্র, দূতাবাস, সৌদি আরব , কুয়েত, রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন, আমেরিকা, ভিয়েনা, পরমাণু, বাহারাইন, আফগানিস্থান, থাইল্যান্ড, হজরত ফাতিমা, মার্জিয়া, সিদ্দিকা, মোহাদ্দেসা, বাতুল, উম্মে আবিহা, যাহরা, মুবারেকা, যাকিয়া, তাহেরা, রাযিয়া, জিহাদুন নিকাহ, পোপ, পাদ্রি, বাইতুল মোকাদ্দাস, ওহাবী, সালাফি, মুফতি, ড্রোন, পাকিস্থান, এজিদ, মাবিয়া, আবু সুফিয়ান

ব্রিটেনের রাজধানী লন্ডনকে ইউরোপের কোকেন রাজধানী হিসেবে অভিহিত করা হয়েছে। একটি সমীক্ষায় পয়ঃনিষ্কাষণের পানিতে প্রতি হাজার মানুষে ৭১১ মিলিগ্রাম বেনজোইলএগোনেন নামের কোকেনের প্রধান রাসায়নিক উপাদানের উপস্থিতি নির্ণয়ের পর লন্ডনকে এ নাম দেয়া হয়েছে।

ইউরোপের ৪২টি নগরীতে এ সমীক্ষা চালানো হয়েছে এবং একই রাসায়নিক আমস্টারডামে ৩৯৩, প্যারিসে ২৪৩ এবং মিলানে ২৩৩ মিলিগ্রাম পাওয়া গেছে।

লিসবন ভিত্তিক সংস্থা, ইউরোপিয়ান মনিটরিং সেন্টার ফর ড্রাগস অ্যান্ড অ্যাডিকশন ২০১৩ সালে এ সমীক্ষা চালিয়েছে এবং এজন্য সপ্তাহব্যাপী নমুনা সংগ্রহ করা হয়েছে। অবশ্য দু’বছর আগে একই সমীক্ষায় লন্ডনে কোকেনের যে উপস্থিতি ধরা পড়েছিল এ সমীক্ষায় ধরা পড়েছে তার দ্বিগুণ।

এ সমীক্ষায় আরো দেখা গেছে, পশ্চিম ইউরোপের দেশগুলোতে কোকেন, ইকসটেসি এবং গাজার উপস্থিতি পাওয়া গেলেও পূর্ব ইউরোপের দেশগুলোতে পাওয়া গেছে ক্রিস্টাল মেথ নামের মাদকের উপস্থিতি।

এ সমীক্ষা আরো দেখা গেছে, সপ্তাহের সাধারণ দিনগুলোতে গড়ে ৭৯৯ মিলিগ্রাম কোকেন পাওয়া গেলেও সাপ্তাহিক বন্ধের শুরুর দিনটিতে অর্থাৎ শনিবার লন্ডনের পয়ঃনিষ্কাষণের পানিতে কোকেনের উপস্থিতি এক লাফে বেড়ে ৯০৪ মিলিগ্রামে পৌঁছায়। শুধু তাই নয়, শনিবার লন্ডনের পানিতে ক্রিস্টাল মেথের উপস্থিতি বাড়ে তিন গুণ।

এদিকে, চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে ক্রিস্টাল মেথের পরিমাণ সবচেয়ে বেশি পাওয়া গেছে। এ নগরীর পয়ঃপানিতে প্রতি হাজার মানুষে ৩২৭ মিলিগ্রাম মাদকের উপস্থিতি ধরা পড়েছে।

অবশ্য ব্রিটিশ সরকারের পরিসংখ্যানে বলা হয়েছে, ২০১২ সালে দেশটিতে প্রতি ১২ জন বয়সি মানুষের মধ্যে একজন অবৈধ মাদক ব্যবহার করে। এ ছাড়া, প্রতি ৫০ জনের মধ্যে একজন কোকেনের মত মাদক ব্যবহার করেন। এদিকে ২০০৮-৯ সাল থেকে কোকেন গুড়ার মত মাদকের ব্যবহার কমছে বলে সরকারি কাগজপত্রে দাবি করা হলেও আসলে ব্রিটেনের বহুল ব্যবহৃত মাদকই হলো কোকেন। এ কথা বলেছেন ড্রাগস্কোপ নামের একটি দাতব্য সংস্থার প্রধান নির্বাহী মারকুস রবার্টস।
সূত্রঃ রেডিও তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন