স্নোডেন দেশে ফিরে আসুন আপনার বিচার হবে: কেরি
স্নোডেন দেশে ফিরে আসুন আপনার বিচার হবে: কেরি
জন কেরি- এডওয়ার্ড স্নোডেন
রাশিয়ায় সাময়িক আশ্রয় গ্রহণকারী সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেনকে আমেরিকায় ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। স্নোডেনকে ফেরারি আসামি হিসেবে অভিহিত করে কেরি বলেছেন, যুক্তরাষ্ট্রে ফিরে গেলে তার প্রতি ‘ন্যায়বিচার’ করা হবে।
কেরি বুধবার আরো বলেছেন, আমেরিকার বিচার ব্যবস্থার প্রতি স্নোডেনের আস্থা থাকা উচিত।
সম্প্রতি এনবিসি টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে স্নোডেন বলেছেন, মার্কিন সরকার তার পাসপোর্ট প্রত্যাহার করে নেয়ায় তিনি রাশিয়ায় আশ্রয় নিতে বাধ্য হয়েছে। তিনি নিজেকে উঁচু-স্তরের প্রশিক্ষিত গোয়েন্দা বিশেষজ্ঞ হিসেবে দাবি করেন। এ ছাড়া, তাকে গোয়েন্দা সংস্থার নীচু স্তরের বিশ্লেষক হিসেবে তুলে ধরে আমেরিকার পক্ষ থেকে যে সব বিবৃতি দেয়া হয়েছিল তাও নাকচ করে দেন স্নোডেন।
বিশ্বব্যাপী আমেরিকার গুপ্তচরবৃত্তি ও আড়িপাতার অপকর্ম ফাঁস করে দিয়ে চাঞ্চল্য সৃষ্টিকারী সাবেক গোয়েন্দা কর্মকর্তা স্নোডেনকে আমেরিকায় ফিরিয়ে নিয়ে যেতে প্রলোভন দেখান পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। তিনি বলেন, “একজন দেশপ্রেমিক কখনো পালিয়ে থাকতে পারেন না। স্নোডেন যদি যুক্তরাষ্ট্রে ফিরে আসতে চান তাহলে তার জন্য আজই একটি বিমান পাঠানো হবে।” স্নোডেন তার দেশের বড় ধরনের ক্ষতি করেছেন বলেও উল্লেখ করেন কেরি।
সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেন গত বছরের আগস্টে আমেরিকার জাতীয় নিরাপত্তা সংস্থা-এনএসএ'র গুপ্তচরবৃত্তির অনেক ঘটনা ফাঁস করে দেয়ায় আমেরিকার জনগণ সরকারের বিরুদ্ধে ভীষণ ক্ষুব্ধ হয়। পাশাপাশি বিশ্বের বহু দেশের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্কের অবনতি ঘটে।
তার ফাঁস করে দেয়া তথ্য থেকে জানা যায়, প্রিজম কর্মসূচির আওতায় ফেসবুক, গুগল, মাইক্রোসফট, ইয়াহু, ইউটিউব এবং অ্যাপলসহ ইন্টারনেটভিত্তিক বিভিন্ন প্রতিষ্ঠানের সার্ভারে সরাসরি ঢুকে তথ্য সংগ্রহ করে এনএসআই ও ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন- এফবিআই। মার্কিন সরকারের ১৭ লাখ গোপন কাগজ-পত্র স্নোডেন ফাঁস করে দেন এবং এর বেশিরভাগই সামরিক বিষয়ক বলে গত মার্চে স্বীকার করেছেন মার্কিন সশস্ত্র বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্টিন ডেম্পসি।#
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন