ভেনিজুয়েলা এবার মার্কিন নিষেধাজ্ঞার শিকার
ভেনিজুয়েলা এবার মার্কিন নিষেধাজ্ঞার শিকার
মার্কিন প্রতিনিধি পরিষদ
ভেনিজুয়েলার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের জন্য একটি বিল পাস করেছে মার্কিন প্রতিনিধি পরিষদ।
মানবাধিকার লংঘনের অভিযোগ এনে এ বিলে ভেনিজুয়েলা সরকারের কয়েকজন কর্মকর্তার তালিকা করে তাদের বিরুদ্ধে আমেরিকা সফরে নিষেধাজ্ঞা আরোপের জন্য ওবামা প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়েছে। একইসঙ্গে মার্কিন ব্যাংকে ভেনিজুয়েলার অভিযুক্ত কর্মকর্তাদের গচ্ছিত সম্পদ আটকের কথাও বলা হয়েছে এ বিলে। আমেরিকা বিশ্বের বিভিন্ন দেশ ও সরকারের বিরুদ্ধে যে শত্রুতামূলক নিষেধাজ্ঞা আরোপ করে থাকে এটা হচ্ছে তার সর্বশেষ নমুনা।
বিলের উপস্থাপক রিপাবলিকান দলের সদস্য ইলেয়ানা রস-লেথিনেন বলেছেন, “ভেনিজুয়েলার জনগণ আমাদের কাছে সাহায্যের জন্য হতাশাজনক বার্তা পাঠাচ্ছে।” তিনি আরো বলেন, “বিল উত্থাপন ও মাদুরো সরকারের কর্মকাণ্ডের নিন্দা জানানোর মাধ্যমে আমরা তাদের সেই ডাকে সাড়া দিয়েছি এবং ভেনিজুয়েলার যেসব মানুষ স্বাধীনতা, মুক্তি, মানবাধিকার ও ন্যায়বিচার চায় তাদের প্রতি সমর্থন জানিয়েছি।”
এর আগ, এ ধরনের আরেকটি বিল মার্কিন সিনেটের ফরেন রিলেশন্স কমিটিতে পাস হয়েছে। এগুলো এখন চূড়ান্তভাবে পাস করতে হলে দুটি বিলের মধ্যে সমন্বয় করার প্রয়োজন দেখা দেবে।
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার দপ্তর হোয়াইট হাউজ থেকে বলা হয়েছে- ভেনিজুয়েলার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের এখনই উপযুক্ত সময় নয়। তারপরও প্রতিনিধি পরিষদ ও ফরেন রিলেশন্স কমিটিতে এসব বিল পাস হলো।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন