মিশরে ইখওয়ানের বয়কট প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ চলছে
মিশরে ইখওয়ানের বয়কট প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ চলছে
ইখওয়ানুল মুসলিমিনের বয়কটের মধ্যদিয়ে আজ মিশরে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। দুই দিন ধরে ভোটগ্রহণ চলবে। দেশটির প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট মুহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করার পর এই প্রথম সেখানে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
মুরসিকে অবৈধভাবে ক্ষমতাচ্যুত করেছিলেন সাবেক সেনা প্রধান আব্দেল ফাত্তাহ আল সিসি। সেই সিসিই এখন প্রেসিডেন্ট প্রার্থী হয়েছেন এবং শক্তিশালী প্রতিদ্বন্দ্বী না থাকায় তার বিজয় প্রায় নিশ্চিত। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন বামপন্থী নেতা হামদিন সাবাহি। তার খুব একটা জনপ্রিয়তা নেই। মুরসি’র দল ইখওয়ানুল মুসলিমিনকে আগেই নিষিদ্ধ করা হয়েছে।
মিশরের প্রখ্যাত আলেম শেইখ ইউসুফ আল-কারদাভি বলেছেন, এই নির্বাচনে ভোট দেয়াটা বড় পাপ হিসেবে গণ্য হবে। কাতার ভিত্তিক এ আলেম বলেছেন, সিসি আল্লাহকে অমান্য করেছেন এবং তার বিজয় কেবলি ইহুদিবাদীদেরকে খুশি করবে। এছাড়া দেশটির ইখওয়ানুল মুসলিমিন নির্বাচনে অংশ না নিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছে। তারা বলেছে, নির্বাচন আয়োজনের মাধ্যমে অপরাধীকে বৈধতা দেয়া যাবে না। এর মাধ্যমে দলটি আব্দেল ফাত্তাহ আল সিসি’র প্রতিই ইঙ্গিত করেছে।
সূত্রঃ তেহরান রেডিও
নতুন কমেন্ট যুক্ত করুন