নাবিল রজব জেল থেকে মুক্ত
নাবিল রজব জেল থেকে মুক্ত
বাহরাইনের মানবাধিকার কর্মী নাবিল রজব
বাহরাইনের বিশিষ্ট মানবাধিকার কর্মী নাবিল রজব জেল থেকে মুক্তি পেয়েছেন। মুক্তি পাওয়ার পরই তিনি দেশটিতে আলে খলিফার সরকার ও বিরোধী নেতাদের মধ্যে আন্তরিক সংলাপের আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, বাহরাইনের চলমান সংকটের একমাত্র সমাধান হচ্ছে- আন্তরিক সংলাপ। নাবিল রজব হচ্ছেন- বাহরাইন সেন্টার ফর হিউম্যান রাইটসের প্রধান। তিনি দুই বছরের কারাদণ্ড ভোগের পর গতকাল (শনিবার) মুক্তি পেয়েছেন।
নাবিল রজব বলেন, যখন তিনি কারাগারে গিয়েছিলেন তখনকার চেয়ে এখন পরিস্থিতি আরো বেশি খারাপ; এখন বিরোধী কর্মীদের ওপর বেশি সহিংসতা চলছে।
তিনি বলেন, “আমি এখনো বিরোধীদলগুলোর বিক্ষোভ-প্রতিবাদ সমর্থন করি তবে তা হতে হবে শান্তিপূর্ণ উপায়ে।”
২০১১ সালে বাহরাইনে রাজতান্ত্রিক সরকারের বিরুদ্ধে বিক্ষোভ আন্দোলন শুরু হলে নাবিল রজব তার প্রতি সমর্থন দেন এবং এ কারণে তাকে জেল খাটতে হয়েছে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন