প্রেসিডেন্ট আসাদ সমর্থনের জন্য রাশিয়াকে ধন্যবাদ দিলেন
প্রেসিডেন্ট আসাদ সমর্থনের জন্য রাশিয়াকে ধন্যবাদ দিলেন
প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে রুশ প্রতিনিধিদলের সাক্ষাৎ
বিদেশি মদদপুষ্ট বিদ্রোহীদের সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে সমর্থন দেয়ার জন্য রাশিয়াকে ধন্যবাদ দিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল- আসাদ।
সিরিয়া সফররত রাশিয়ার একটি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাতের সময় তিনি এ ধন্যবাদ জানান। রুশ উপ প্রধানমন্ত্রী দিমিত্রি রোগোজিন এ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।
প্রেসিডেন্ট বাশার আসাদ বলেন, সন্ত্রাসবাদ-বিরোধী যুদ্ধে তার সরকারের প্রতি সমর্থন দিয়েছে মস্কো। মধ্যপ্রাচ্য অঞ্চলে আমেরিকা তার বলদর্পিতা চাপিয়ে দিতে চাইছে বলেও তিনি উল্লেখ করেন। এর বিপরীতে রাশিয়া পশ্চিমা বিশ্বের বিরুদ্ধে লড়াই করে আন্তর্জাতিক স্থিতিশীলতা ধরে রাখার চেষ্টা করছে।
গত তিন বছর ধরে সিরিয়ায় বিদেশি মদদপুষ্ট বিদ্রোহীদের সহিংসতা চলছে। সৌদি আরব, কাতার, তুরস্ক ও আমেরিকাসহ বেশ কিছু দেশ সন্ত্রাসীদের প্রকাশ্যে অস্ত্র ও অর্থ দিয়ে মদদ দিয়ে আসছে। অন্যদিকে রাশিয়া, চীন ও ইরান সিরিয়ার সরকারের প্রতি সমর্থন দিয়ে দেশটিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনার চেষ্টা করছে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন