ব্রিটিশ যুবরাজ পুতিনকে হিটলারের সাথে তুলনা করেছে
ব্রিটিশ যুবরাজ পুতিনকে হিটলারের সাথে তুলনা করেছে
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
হিটলারের সঙ্গে তুলনা করে ব্রিটিশ যুবরাজ চার্লসের দেয়া বক্তব্যকে অগ্রহণযোগ্য ও ভুল বলে আখ্যা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গত কয়েকদিন আগে কানাডার একটি জাদুঘর পরিদর্শনের সময় যুবরাজ চার্লস রুশ প্রেসিডেন্ট পুতিন সম্পর্কে বলেছিলেন, “ইউক্রেন ইস্যুতে পুতিন যা করছেন তা কেবল হিটলারের সঙ্গেই তুলনা করা যেতে পারে।”
চার্লসের বক্তব্য উড়িয়ে দিয়ে পুতিন বলেন, “একটি প্রবাদ আছে-আপনি রেগে গেছেন তার মানে হচ্ছে আপনি ভুল করছেন।”
বিভিন্ন উপলক্ষে যুবরাজ চার্লসের রাশিয়া সফরের কথা উল্লেখ করে পুতিন বলেন, “যদি তিনি এমন তুলনা করেন তাহলে তা হবে অগ্রহণযোগ্য এবং আমি নিশ্চিত যে তিনি বুঝেছেন- রাজতন্ত্র যা করে রাশিয়া তা নয়।”
পুতিন বলেন, “গত কয়েক বছর যা দেখছি তাতে চার্লসের কথায় মোটেই অবাক হই নি।” পুতিন জোর দিয়ে বলেন, যুবরাজ চার্লসের এ বক্তব্যের কারণে ইউক্রেন নিয়ে তার নিজের নীতিতে কোনো প্রভাব পড়বে না।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন